তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প : নিহত বেড়ে ৪৬ হাজার
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৪৮
তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৬ হাজার ছাড়িয়ে গেছে। এখনো উদ্ধার অভিযান চলছে। ৬ ফেব্রুয়ারির ভূমিকম্পে ৮৪ হাজারের বেশি ভবন বিধ্বস্ত হয়েছে। হিমশীতল আবহাওয়ায় উদ্ধারকাজ বিলম্বিত হচ্ছে।
নিহতদের মধ্যে তুরস্কের নাগরিক রয়েছে ৪০ হাজার ৬৪২ জন। আর সিরিয়ায় নিহত হয়েছে পাঁচ হাজার ৮০০ জনের বেশি। সিরিয়ার মৃত্যুর হিসাবটি কয়েক দিন ধরে অপরিবর্তিত রয়েছে।
কিরগিজস্তানের কর্মীরা শনিবার দক্ষিণ তুরস্কের আনতাকিয়া নগরীর একটি বিধ্বস্ত ভবন থেকে একটি সিরিয়ান পরিবারকে উদ্ধার করেছে। পাঁচ সদস্যের ও পরিবারের তিনজনকে তারা রক্ষা করতে পেরেছে। মা ও বাবাকে বেঁচে গেছেন। তবে শিশুটি পরে পানিশূন্যতায় মারা যায় বলে উদ্ধারকর্মীরা জানায়। আর পরিবারটির অপর দুই সন্তানকে উদ্ধারে তারা সফল হয়নি।
এদিকে উত্তর সিরিয়ায় একটি নবজাত শিশুকে উদ্ধার করে তার ফুফা-ফুফির কাছে দেয়া হয়েছে। শিশুটির মা-বাবা ও অন্যান্য ভাইবোন ভূমিকম্পে নিহত হয়েছে। শিশুটির নাম রাখা হয়েছে তার মায়ের নামে : আফরা।
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা