২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

তুরস্কে ভূমিকম্প : ৬২ ঘণ্টা পর উদ্ধার করা হলো ২ বোনকে

ফাতমাকে উদ্ধার করা হচ্ছে - ছবি : সংগৃহীত

তুরস্কে সোমবারের ভয়াবহ ভূমিকম্পের ৬২ ঘণ্টা পর দুই নারীকে উদ্ধার করা হয়েছে। একটি বিধ্বস্ত ভবনের নিচ থেকে তাদের বের করে আনা হয়। তারা সম্পর্কে বোন।

ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত গাজিয়ান্তেপ গভর্নরের অফিস জানায় বুধবার ফাতমা দেমির ও তার বোন মার্ভকে উদ্ধার করা হয়েছে। তারা ৬২ ঘণ্টা ধ্বংসস্তুপের নিচে ছিলেন।

ফাতমা (২৫) উদ্ধারকারীদের জানান, ভূমিকম্পটির সময় তার আত্মীয় হুসরা ছিলেন তার পাশেই।

তিনি বলেন, 'কম্পনের সময় কনক্রিটের একটি বড় টুকরা আমার ওপর পড়ে। আমি মেঝেতে পড়ে যাই।'

তিনি বলেন, তিনি কয়েকবারই হুসরাকে স্পর্শ করার চেষ্টা করেছিলেন। কিন্তু তার কাছে পৌঁছাতে পারেননি।

আড়াই কোটি মানুষ শিকার

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও অনুমান করছে, তুরস্ক ও সিরিয়া জুড়ে আড়াই কোটিরও বেশি মানুষ এই ভূমিকম্পের শিকার হয়েছেন।

দুটি দেশেই হাজার হাজার ভবন ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের বাঁচাতে উদ্ধারকর্মীরা প্রাণপণ প্রচেষ্টা চালাচ্ছেন।

উত্তর সিরিয়ায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকজন সাহায্যের জন্য ডাকাডাকি করছেন কিন্তু তাদের ডাকে সাড়া দেয়ার মতো প্রায় কেউ নেই।

ইস্তাম্বুলের তুর্কি সাংবাদিক ইব্রাহিম হাসকোলোলু বলেছেন, 'লোকেরা এখনও [ধসে পড়া] ভবনের নিচে রয়েছে, তাদের সাহায্যের প্রয়োজন।'

তিনি বিবিসি নিউজকে বলেছেন, ধ্বংসস্তূপের নিচে থেকে আটকে পড়া লোকজন তাকে এবং অন্যান্য সাংবাদিকের ভিডিও, ভয়েস নোট এবং তাদের লাইভ অবস্থান পাঠাচ্ছে।

তারা আমাদের বলছে যে তারা কোথায় আছে এবং 'আমরা তাদের জন্য কিছুই করতে পারছি না,' হাসকোলোলু বলেছেন, তুরস্কের জন্য এখন প্রয়োজন সমস্ত আন্তর্জাতিক সহায়তা।

সূত্র : সিএনএন ও বিবিসি


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

সকল