২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

৫২ ঘণ্টা পর মায়ের কাছে ফিরে এলো ৮ বছরের চাকমাক

৫২ ঘণ্টা পর মায়ের কাছে ফিরে এলো ৮ বছরের চাকমাক - ছবি : সংগৃহীত

তুরস্ক ও সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পের পর এখন পুরোদমে উদ্ধারকাজ চলছে। উদ্ধারকারীদের তৎপরতার কারণে একদিকে যেমন লাশের পর লাশ বের হচ্ছে, সেইসাথে নাটকীয়ভাবে জীবিত অনেকেও বের হয়ে আসছে। এমনই একটি ঘটনা বেশ আলোড়ন সৃষ্টি করেছে। আট বছরের একটি শিশুকে উদ্ধার করেছে উদ্ধারকারীরা। আর সাহসী শিশুটির প্রাণবন্ত ছবি সবার হৃদয় ছুঁয়ে গেছে।

শিশুটির নাম ইয়িজিত চাকমাক। বুধবার তুরস্কের হাতেইয়ে একটি বিধ্বস্ত ভবন থেকে তাকে উদ্ধার করা হয়। এর আগে দীর্ঘ ৫২ ঘণ্টা সে ধ্বংসস্তূপেই ছিল।

উদ্ধারের পর উদ্ধারকারী দল শিশুটিকে দ্রুত তার মায়ের কাছে ফিরিয়ে দিতে উদ্যোগ নেয়। হাতে হাতে শিশুটি পৌঁছে যায় তার মায়ের কাছে। মা-ছেলের মিলন দৃশ্য সবাইকে অভিভূত করেছে।


উদ্ধারকাজে ধীরগতির অভিযোগ
এদিকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর বাসিন্দারা উদ্ধারকাজে ধীরগতির অভিযোগ করছেন। পরিবারগুলো বলছে, তাদের যেসব সদস্য নিখোঁজ রয়েছে তাদেরকে ধ্বংসস্তূপের নিচ থেকে খুঁজে বের করতে প্রয়োজনীয় সাহায্য তারা পাচ্ছে না।

দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর-নগরী ইসকেন্দেরুনের আরজু দেদেগলু বলছেন, তাদের পরিবারের দুটি শিশু ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। তাদেরকে উদ্ধারের জন্য তারা নিজেরাই একটি খনন-যন্ত্র যোগাড় করেছেন। কিন্তু কর্মকর্তারা তাদেরকে সেটি ব্যবহার করার অনুমতি দিচ্ছে না।

তিনি বলেন, 'তারা হয়তো এখন আর বেঁচে নেই।'

তিনি জানান, 'আমরা অনেক রাত পর্যন্ত অপেক্ষা করেছি। কিন্তু কেউ আসেনি। তখন আমরা নিজেরা একটি ডিগার নিয়ে এসেছি। কিন্তু তারা চায় না আমরা এটা ব্যবহার করি।'

অনেকে বলছেন, ভূমিকম্পের ৪৮ ঘণ্টা পরও দুর্গত এলাকায় কোনো ত্রাণ-সাহায্য পৌঁছায়নি।

তুরস্কের হাতায় প্রদেশের আন্তাকিয়া শহরে ৬৪ বছর বয়সী এক ব্যক্তি বলছেন, 'ভূমিকম্প থেকে বেঁচে গেছি, কিন্তু এখন ক্ষুধা আর ঠাণ্ডায় মারা যাবো।'

সূত্র : সিএনএন ও বিবিসি


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

সকল