২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভূমিকম্পের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে সবাইকে হাসানো তুর্কি শেফের অঝোর কান্না (ভিডিও)

বোরাক ওজদেমির - ছবি : সংগৃহীত

দুবাইয়ে বসবাসকারী প্রসিদ্ধ তুর্কি শেফ বোরাক ওজদেমির। যিনি হাসিমুখে মজাদার সব খাবার রান্না করে বিশ্বব্যাপী বেশ পরিচিত। কিন্তু এবার তার মুখে হাসি নেই; বরং দেখা গেল অঝোর কান্না। তার দেশ তুরস্কে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পের বর্ণনা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন তিনি।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে বোরাকের এ সংক্রান্ত একটি ভিডিও ব্যাপকহারে ছড়িয়ে পড়ে। তাতে তুর্কি ভাষায় বিখ্যাত শেফ বোরাক ওজদেমির ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর অবস্থা বর্ণনা করছেন।

এ সময় তিনি বলেন, ‘আমি আমার কষ্ট ও দুঃখ বর্ণনা করতে পারব না। প্রাকৃতিক এই দুর্যোগে আমি সীমাহীন কষ্ট পেয়েছি। যারা এতে ক্ষতিগ্রস্ত আল্লাহ তাদের ওপর রহম করুন। আমাদের যা করা সম্ভব, তা করে যাব।’

বোরাক ওজদেমির আরো বলেন, ‘বর্তমান অবস্থা খুবই খারাপ।’ একথা বলার পরপরই অঝোরে কাঁদতে থাকেন সবাইকে হাসানো বোরাক ওজদেমির।

এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে তার আরো একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে- ত্রাণের একটি ট্রাকে অন্যান্যদের সাথে তিনিও খাদ্যপণ্য লোড করছেন।

ওই ভিডিওর ক্যাপশনে বোরাক লিখেছেন, ‘আমরা ক্ষতিগ্রস্ত বেশ কিছু এলাকায় খাবারের ট্রাক পৌঁছে দিচ্ছি।’ এ সময় অন্যদেরও তিনি অসহায় মানুষের পাশের দাঁড়ানোর আহ্বান জানান।

সূত্র : আলআরাবিয়া ও জিও নিউজ

 


আরো সংবাদ



premium cement
তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’ গুমের ঘটনা তদন্তে কাউকে বরখাস্ত করা হয়নি : কমিশন প্রধান প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে ৬৫ রান তুলেছে বাংলাদেশ ছাত্র আন্দোলনে শহীদ রিপনের লাশ সাড়ে ৩ মাস পর উত্তোলন নির্বাচনের জন্য জনগণের আস্থা অর্জন করাই ইসির প্রধান কাজ : রিজভী পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত প্যানেলের নিরঙ্কুশ জয় কক্সবাজার সৈকতে গোসলে নেমে মৃত ১, নিখোঁজ ২ জাপান নতুন বাংলাদেশেরও বন্ধুই রয়েছে : রাষ্ট্রদূত পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের তোপের মুখে হাবিপ্রবি ছাত্রলীগ নেতা

সকল