ভূমিকম্পের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে সবাইকে হাসানো তুর্কি শেফের অঝোর কান্না (ভিডিও)
- নয়া দিগন্ত অনলাইন
- ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:২৪
দুবাইয়ে বসবাসকারী প্রসিদ্ধ তুর্কি শেফ বোরাক ওজদেমির। যিনি হাসিমুখে মজাদার সব খাবার রান্না করে বিশ্বব্যাপী বেশ পরিচিত। কিন্তু এবার তার মুখে হাসি নেই; বরং দেখা গেল অঝোর কান্না। তার দেশ তুরস্কে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পের বর্ণনা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন তিনি।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে বোরাকের এ সংক্রান্ত একটি ভিডিও ব্যাপকহারে ছড়িয়ে পড়ে। তাতে তুর্কি ভাষায় বিখ্যাত শেফ বোরাক ওজদেমির ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর অবস্থা বর্ণনা করছেন।
এ সময় তিনি বলেন, ‘আমি আমার কষ্ট ও দুঃখ বর্ণনা করতে পারব না। প্রাকৃতিক এই দুর্যোগে আমি সীমাহীন কষ্ট পেয়েছি। যারা এতে ক্ষতিগ্রস্ত আল্লাহ তাদের ওপর রহম করুন। আমাদের যা করা সম্ভব, তা করে যাব।’
বোরাক ওজদেমির আরো বলেন, ‘বর্তমান অবস্থা খুবই খারাপ।’ একথা বলার পরপরই অঝোরে কাঁদতে থাকেন সবাইকে হাসানো বোরাক ওজদেমির।
এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে তার আরো একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে- ত্রাণের একটি ট্রাকে অন্যান্যদের সাথে তিনিও খাদ্যপণ্য লোড করছেন।
ওই ভিডিওর ক্যাপশনে বোরাক লিখেছেন, ‘আমরা ক্ষতিগ্রস্ত বেশ কিছু এলাকায় খাবারের ট্রাক পৌঁছে দিচ্ছি।’ এ সময় অন্যদেরও তিনি অসহায় মানুষের পাশের দাঁড়ানোর আহ্বান জানান।
সূত্র : আলআরাবিয়া ও জিও নিউজ
— Mvideo (@malak40069373) February 7, 2023
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা