২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কারাবাখের ধ্বংসাত্মক কর্মকাণ্ড আন্তর্জাতিক আদালতে তুলে ধরব : এরদোগান

রজব তাইয়্যেব এরদোগান - ছবি : সংগৃহীত

আর্মেনিয়ার দখলে থাকার সময় কারাবাখ অঞ্চলে যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানো হয়েছে, তা আন্তর্জাতিক বিচার আদালতে তোলা হবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

আজারবাইজানের জেব্রাইল জেলায় বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট ইলহান আলিয়েভের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে এরদোগান এ কথা বলেন।

২০২০ সালে আর্মেনিয়ার কাছ থেকে উদ্ধার করা এ অঞ্চলের জাঞ্জিলানে আজারবাইজানের একটি আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এরদোগান বলেন, আজারবাইজানের পাশে তুরস্ক আছে। তাদের কৃষি, বিদ্যুৎ ও সব ধরনের উন্নয়নের সহযোগিতা করতে চায় তুরস্ক।

১৯৯১ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের দুই সদস্য রাষ্ট্র আর্মেনিয়া ও আজারবাইজান কারাবাখ অঞ্চলের মালিকানা নিয়ে যুদ্ধে জড়ায়।

সে সময় আর্মেনিয়ার সেনাবাহিনী বিবদমান এ অঞ্চলটি দখল করে নেয়। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় আজারবাইজানের পক্ষেই রায় দেয়।

এ সময় তারা কারাবাখ অঞ্চলের বহু ঐতিহ্যবাহী নিদর্শন ধ্বংস করে। এ কারণে তুরস্ক আন্তর্জাতিক আদালতে আর্মেনিয়ার বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছে।

২০২০ সালে ৪৪ দিনের যুদ্ধে আর্মেনিয়ার কাছ থেকে কারাবাখ অঞ্চলটি পুনরুদ্ধার করে আজারবাইজান।

সূত্র : আনাদোলু


আরো সংবাদ



premium cement