২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

এবার মুসলিমদের কাতারে শামিল হলেন গ্রিক তরুণী এমিলিয়া

এবার মুসলিমদের কাতারে শামিল হলেন গ্রিক তরুণী এমিলিয়া - ছবি : সংগৃহীত

বিশ্বের নানা প্রান্তে বসবাসকারী ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে দিন দিন ইসলামের প্রতি ভালোবাসা ও আগ্রহ উল্লেখযোগ্য হারে বাড়ছে। এরই পরিপ্রেক্ষিতে প্রায় প্রতিদিনই শোনা যাচ্ছে কারো না কারোর মুসলিমদের কাতারে শামিল হওয়ার খবর। এবার সে তালিকায় যুক্ত হলেন এক গ্রিক তরুণী।

গত সপ্তাহের মাঝামাঝিতে তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ চানাক্কালের দারুল ইফতায় একটি ঘরোয়া অনুষ্ঠানে ইসলাম গ্রহণ করেন তিনি। খবর আনাদোলু এজেন্সির।

গ্রিক ওই তরুণীর নাম এমিলিয়া সিরাকো। চানাক্কালের সহকারী মুফতি শায়খ মোহাম্মদ আলির কাছে কালিমায়ে শাহাদাত পাঠ করে আনুষ্ঠানিকভাবে ইসলামে দীক্ষিত হন তিনি।

ওই অনুষ্ঠানে শায়খ মোহাম্মদ আলি এমিলিয়া সিরাকোকে সত্য ধর্ম ইসলামে প্রবেশ করায় উষ্ণ অভ্যর্থনা জানান এবং এ সময় তার উদ্দেশে ইসলামের মৌলিক শিক্ষা তুলে ধরেন। একইসাথে জীবনে তা বাস্তবায়নের জন্য গুরুত্বারোপ করেন শায়খ মোহাম্মদ আলি।

অনুষ্ঠান শেষে এমিলিয়াকে জর্মান ভাষার একটি পবিত্র কুরআনের প্রতিলিপি, একটি তাফসির ও ইসলামী ফিকহের একটি গ্রন্থ উপহার দেয়া হয়।

সূত্র : আনাদোলু এজেন্সি


আরো সংবাদ



premium cement