রাশিয়ার সাথে ব্যবসা অব্যাহত রাখলে অবরোধ : তুরস্ককে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ আগস্ট ২০২২, ১৫:১০, আপডেট: ২৫ আগস্ট ২০২২, ১৯:২৩
রাশিয়ার সাথে তুরস্কের অব্যাহত ব্যবসা ও বাণিজ্যিক সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র বলেছে যে তুর্কিরা যদি তা অব্যাহত রাখে তবে তুর্কি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ওপরও একই ধরনের অবরোধ আরোপ করা হবে।
টার্কিশ ইন্ডাস্ট্রি অ্যান্ড বিজনেস অ্যাসোসিয়েশন গতকাল মার্কিন হুঁশিয়ারি-সংবলিত ইউএস ট্রেজারি এবং এর ডেপুটি সেক্রেটারি উইলি আদেয়েমোর চিঠি পাওয়ার কথা স্বীকার করেছে। এছাড়া তুরস্কে আমেরিকান চেম্বার অব কমার্সও জানিয়েছে, এখানকার কোম্পানি ও ব্যাংকগুলো ওয়াশিংটানের অবরোধের ঝুঁকিতে রয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত চিঠিতে বলা হয়, মার্কিন নিষেধাজ্ঞার শিকার কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিকে বস্তুগত সহায়তা প্রদান করা হলে তারাও মার্কিন অবরোধের ঝুঁকিতে থাকবে।
এতে আরো বলা হয়, অবরোধের আওতায় থাকা রাশিয়ার ব্যাংকগুলোর সাথে সম্পর্ক বজায় রেখে তুর্কি ব্যাংকগুলো গুরুত্বপূর্ণ বৈশ্বিক ব্যাংক এবং সেইসাথে মার্কিন ডলার ও অন্যান্য প্রধান মুদ্রার প্রবেশের সুযোগ বহাল রাখতে পারে না।
গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার চলমান আক্রমণের পর থেকে ইউক্রেনকে সামরিক সহযোগিতা ও সমর্থন দিতে থাকলেও তুরস্ক একইসাথে ক্রেমলিনের সাথেও তার সম্পর্ক জোরদার করেছে।
বিশেষ করে অর্থনৈতিক খাতে ক্রেমলিনের সাথে আঙ্কার সম্পর্ক বেশ ঘনিষ্ঠ হয়েছে। বিশ্বব্যাপী পাশ্চাত্যের সুইফট পেমেন্ট সিস্টেম থেকে রুশ অর্থনীতি বিচ্ছিন্ন হওয়ার পর তুর্কি অর্থনীতি ও ব্যাংকগুলো রুশ এমআইআর পেমেন্ট সিস্টেমের ব্যবস্থা করছে।
এর ফলে রুশ ব্যবসাপ্রতিষ্ঠান ও নাগরিকেরা বেলারাস, মধ্য এশিয়া ও ল্যাতিন আমেরিকার কয়েকটি দেশের পাশাপাশি তুরস্ককে ব্যবহার করে পাশ্চাত্যের অবরোধ এড়িয়ে আন্তর্জাতিক বাজারে আর্থিক কার্যক্রম পরিচালনা করছে।
চলতি মাসের প্রথম দিকে দুই দেশ রুবলের মাধ্যমে গ্যাসের দাম পরিশোধের একটি চুক্তিতে সই করেছে।
এছাড়া রাশিয়ার ওপর অবরোধ আরোপ করতেও অস্বীকৃতি জানিয়ে আসছে আঙ্কারা। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান বলেছেন, রাশিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করলে সমঝোতার প্রয়াস ভণ্ডুল হয়ে যাবে। তুরস্ক মধ্যস্ততাকারী হিসেবে নিরপেক্ষ ভূমিকা পালন করতে চায়।
সূত্র : মিডল ইস্ট মনিটর
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা