২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রাশিয়ার কাছ থেকে এস-৪০০-এর দ্বিতীয় ইউনিট ক্রয় করবে তুরস্ক!

রাশিয়ার কাছ থেকে এস-৪০০-এর দ্বিতীয় ইউনিট ক্রয় করবে তুরস্ক! - ছবি : সংগ্রহ

রাশিয়ার কাছ থেকে এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দ্বিতীয় ইউনিট সংগ্রহ করতে পারে তুরস্ক। দেশটির শীর্ষ প্রতিরক্ষা সংস্থার প্রধান এ তথ্য জানিয়েছেন।

প্রেসিডেন্সি অব ডিফেন্স ইন্ডাস্ট্রিজের (এসএসবি) চেয়ারপারসন ইসমাইল দেমির বলেন, রুশ-নির্মিত এস-৪০০-এর দ্বিতীয় ব্যাচ ক্রয় করার আলোচনা খুব শিগগিরই শুরু হবে।
আংকারা ২০১৯ সালে এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের জন্য মস্কোর সাথে চুক্তি করে।

গত সপ্তাহে তুরস্ক ঘোষণা করে যে যুক্তরাষ্ট্র-নির্মিত এফ-৩৫ বিমানের ব দলে রুশ এস-৪০০ প্রতিরক্ষাব্যবস্থা পরিত্যাগ করার কোনো পরিকল্পনা তাদের নেই।

তুরস্ক ২০০২ সালে আরো কয়েকটি ন্যাটো দেশের সাথে এফ-৩৫ কেনার চুক্তি করেছিল। কিন্তু যুক্তরাষ্ট্র কোনোভাবেই তুরস্কের এস-৪০০ ক্রয়টি মেনে নিতে পারছে না। কিন্তু তুরস্ক বলে আসছে যে এস-৪০০ ন্যাটোর ব্যবস্থার অংশ হবে না। ফলে তা এই সামরিক জোটের জন্য হুমকি সৃষ্টি হবে না।

সূত্র : মিডল ইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement