‘ইসরাইলের সাথে সম্পর্ক স্থাপনে তুরস্ককে হামাস নেতাদের বিতাড়িত করতে হবে’
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪০, আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০৬
ইসরাইলি এক সাংবাদিক বলেছেন, যদি ইসরাইলের সাথে তুরস্ক সুসম্পর্ক স্থাপন করতে চায় তবে তাদেরকে হামাস নেতাদের বিতাড়িত করতে হবে। শুক্রবার এমন মন্তব্য করেন ইসরাইলের সাংবাদিক নাদাভ শ্রগাই।
ইসরাইলের ইহুদি সাংবাদিক নাদাভ শ্রগাইর মতে, ইসরাইলের উচিৎ তুরস্ককে বলা যে দেশটির ইস্তাম্বুল শহর থেকে হামাসের সকল অফিস বন্ধ করে দিতে হবে। এছাড়া জায়নবাদের বিরুদ্ধে আন্দোলনরত ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলনের নেতাদের তুরস্ক থেকে বহিষ্কার করার বিষয়েও ইসরাইলকে চাপ দেয়া উচিৎ। এসব কাজ সম্পন্ন হলে তুরস্ক ও ইসরাইলের মধ্যে সুসম্পর্ক তৈরি হবে।
এ সম্পর্কে ওই ইসরাইলি ইহুদি সাংবাদিক লিখেছেন, তুরস্কের সাথে পুনরায় সম্পর্ক স্থাপন করার জন্য ইসরাইলকে কতগুলো বিষয়ে ভাবতে হবে। প্রথমত, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানকে দেশটিতে অবস্থানরত হামাসের সকল অফিস বন্ধ করে দিতে হবে। এছাড়া হামাসের সকল শীর্ষ নেতা, যেমন: হুসাম বদরান, মুসা আল-আকারি, জাহের জাবারিন, জিহাদ ইয়াঘমুরকে নির্বাসিত করতে হবে। যে সকল ফিলিস্তিনি নেতারা (ইহুদি) ইসরাইলিদের হত্যা করেছে তাদেরকেও বিতাড়িত করতে হবে।
রজব তাইয়েব এরদোগানের বিরুদ্ধে ‘ইসরাইল হায়ম’ নামের এক পত্রিকার মতামত অংশে ইহুদি সাংবাদিক নাদাভ শ্রগাইর আরো লিখেছেন, ইসরাইলবিরোধীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছেন না এরদোগান। এমনকি তুরস্কের মাটিতে ইসরাইলবিরোধী যে সকল কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে তা প্রতিরোধ করছেন না তিনি।
সূত্র : মিডল ইস্ট মনিটর
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা