বন্ধ্যা হয়েও তুর্কি শিক্ষিকা যেভাবে বিশ্বব্যাপী ৯০ এতিম শিশুর ‘মা’
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০৫
স্বামী-স্ত্রী মিলে নানা চিকিৎসাসেবা নিয়েও মা-বাবা হতে পারলেন না। শেষ পর্যন্ত স্ত্রী সন্তান ধারণে অক্ষমই রয়ে গেলেন। তাহলে কী হবে, নিজেরা সন্তান জন্ম দিতে পারেননি-এজন্য কি তাদের বাবা-মা হওয়ার ইচ্ছে অপূর্ণই থেকে যাবে? এমনটি বিশ্বাস করেননি ফাতিমা ও ওসমান নামে এক তুর্কি দম্পতি। তারা বরং ভিন্ন উপায়ে বিশ্বের নানা প্রান্তের অন্তত ৯০ জন এতিম শিশুর ‘মা-বাবা’ হয়েছেন।
নিজের সন্তান নেই তাই কি শিশুদের আদর করবেন না এটি কি হয়? ফাতিমা একটি কুরআন শিক্ষাকেন্দ্রে শিক্ষিকা হিসেবে যুক্ত হলেন, যাতে কুরআন শিক্ষাদানের পাশাপাশি ছোট্ট বাচ্চাদের আদর করতে পারেন। অন্তত ২০ বছর মাতৃস্নেহে সেখানে শিশুদের কুরআন শিখিয়েছেন।
এরইমধ্যে স্বামী-স্ত্রী সিদ্ধান্ত নিলেন নিজেদের জীবন জনকল্যাণকর কাজ ও অন্যকে সহায়তায় উৎসর্গ করবেন। এরই পরিপ্রেক্ষিতে ১০ বছর আগে পরিচিতদের অনুরোধে তুরস্কের এনজিও ‘আইএইচএইচ হিউম্যানটেরিয়ান রিলিফ ফাউন্ডেশনে’র একটি অনুষ্ঠানে অংশ নেন তারা। জানতে পারেন এনজিওটি বিশ্বব্যাপী এতিম শিশুদের লালন-পালনে কাজ করছে, তারাও তাতে যুক্ত হয়ে পড়লেন।
শুরুতে অল্প কয়েকজন এতিমের দায়িত্বভার গ্রহণ করলেও সময়ের সাথে এতিমদের সংখ্যাও বৃদ্ধি পেতে থাকে। আর ফাতিমা ও ওসমানের পরিচিতরাও তাদের ‘এতিম ফান্ডে’ অনুদান দিতে শুরু করেন। এখন তাদের এতিম সন্তান সংখ্যা ৯০ ছাড়িয়েছে।
প্রতি মাসে এ দম্পতি ৬০টি অনুদানবাক্স ‘আইএইচএইচ হিউম্যানটেরিয়ান রিলিফ ফাউন্ডেশনে’র কাছে হস্তান্তর করেন। এনজিওর পক্ষ থেকেই পরে বিশ্বব্যাপী ৯০ জন এতিমদের কাছে দুই সপ্তাহ পরপর সেগুলো পাঠিয়ে দেয়া হয়।
আনাদোলু এজেন্সিকে সাক্ষাতকার দিয়ে ফাতিমা বলেন, অসহায় এতিম শিশুদের ডাকে নানাভাবে সাড়া দিতে পেরে নিজেকে এতই ভাগ্যবতী মনে করছি, যা বর্ণনা করা যাবে না।
তিনি তাকে এতিম লালন-পালনে যারা সহায়তা করছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এতিমদের সংখ্যা আরো বাড়ানো হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ফাতিমা।
তিনি বলেন, আল্লাহ আমাদের দাম্পত্য জীবনে সন্তান দান করেননি, কিন্তু বিশ্বব্যাপী ৯০ জন এতিম সন্তান দান করেছেন। সন্তান না হওয়ায় এখন আমার আর দুঃখ হয় না। কারণ, আমি ৯০ শিশুর ‘মা’।
শিশুদের দেখাশুনায় স্বামী ওসমানের সাথে আরো এক আত্মীয় ফাতিমাকে সহযোগিতা করেন। আল্লাহর কাছে তার প্রার্থনা, তিনি যেন তাকে এই পথে আজীবন সেবা করার সুযোগ দান করেন।
সূত্র : আনাদোলু এজেন্সি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা