৯২০ টন মানবিক সাহায্য নিয়ে আফগানিস্তানে যাচ্ছে দ্বিতীয় তুর্কি ট্রেন
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৩৪
৯২০ টন জরুরি মানবিক সাহায্য নিয়ে আফগানিস্তানে যাচ্ছে আরো একটি তুর্কি ট্রেন। শুক্রবার তুর্কি সরকারে সহযোগিতায় দেশটির রাজধানী আঙ্কারা থেকে এ দ্বিতীয় ট্রেনটি আফগানিস্তানের দিকে যাত্রা করে।
৪ হাজার ১৬৪ কি.মি. (৩ হাজার ৫৯০ মাইল) ভ্রমণ করে তুর্কি ট্রেনটি আফগানিস্তানে যাবে। এ বিশাল ট্রেনটির ৪৫ ওয়াগনে করে আফগানিস্তানের জন্য তুরস্কের ১৬টি মানবিক সহায়তা সংগঠনের সহায়তা পৌঁছাবে। তুর্কি সরকার পরিচালিত দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএফএডি) আওতায় এ মানবিক সাহায্য পাঠানো হচ্ছে।
তুরস্কের রেলওয়ে বিভাগের (টিসিডিডি) প্রধান হাসান পেজুক বলেন, জরুরি মানবিক সহায়তা দেয়ার জন্য এ ট্রেনটি ইরান ও তুর্কমেনিস্তানের মধ্য দিয়ে আফগানিস্তানে পৌঁছবে।
আফগানিস্তানে মানবিক সাহায্য পাঠানোর এ ঘটনার বিষয়ে তুরস্কের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ইসমাইল কাতাকলি বলেন, মায়ানমার থেকে আফগানিস্তান, ইয়েমেন ও বিশ্বের অন্য দেশগুলোতে তুরস্ক তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তুর্কি জাতি ও বিভিন্ন বেসরকারি সংস্থার এ উদারতার জন্য তাদের ধন্যবাদ।
সূত্র : ইয়েনি শাফাক।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা