২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

৭৫০ টন মানবিক সাহায্য নিয়ে আফগানিস্তানে পৌঁছল তুর্কি ট্রেন

তুর্কি রাষ্ট্রদূত সিহাদ এরগিনে ও আফগান সরকারের কর্মকর্তারা একটি অনুষ্ঠানের মাধ্যমে এ মানবিক সাহায্য বহনকারী ট্রেনটিকে গ্রহণ করেন - ছবি : সংগৃহীত

৭৫০ টন জরুরি মানবিক সাহায্য নিয়ে আফগানিস্তানে পৌঁছেছে তুরস্কের একটি বিশেষ ট্রেন। সোমবার তুরস্কের এ ট্রেনটি আফগানিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশে পৌঁছে।

ত্রাণ ও মানবিক সাহায্যের বিষয়ে দায়িত্ব পালন করা তুরস্কের সরকারি প্রতিষ্ঠান ‘টিআইকেএ’ (তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা) জানিয়েছে, সোমবার আফগানিস্তানে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত সিহাদ এরগিনে ও আফগান সরকারের কর্মকর্তারা একটি অনুষ্ঠানের মাধ্যমে এ মানবিক সাহায্য বহনকারী ট্রেনটিকে গ্রহণ করেন।

তুরস্কের ওই সরকারি সংস্থা থেকে আরো বলা হয়েছে, তুরস্কের দেয়া এ মানবিক সাহায্য আফগানিস্তানের সকল প্রদেশে (মোট ৩৪ প্রদেশে) বণ্টন করে দেয়া হবে।

গত মাসে তুরস্কের রাজধানী আঙ্করা থেকে এ ট্রেনটি ছাড়ে। এ ট্রেনটি ইরান ও তুর্কমেনিস্তানের মধ্য দিয়ে ৪ হাজার ১৬৪ কি.মি. (৩ হাজার ৫৯০ মাইল) ভ্রমণ করে আফগানিস্তানে পৌঁছে। তুরস্কের এ ট্রেনটি আফগানিস্তানে পৌঁছতে ১২ দিন সময় নিয়েছে।


তুরস্কের ১১টি মানবিক সংগঠন দেশটির সরকার পরিচালিত দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএফএডি) আওতায় এ মানবিক সাহায্য পাঠিয়েছে।

সূত্র : টিআরটি ওয়ার্ল্ড


আরো সংবাদ



premium cement