ইসরাইলি গোয়েন্দা সংস্থার সাথে সংযোগে তুরস্কে গ্রেফতার ১৫
- নয়া দিগন্ত অনলাইন
- ২১ অক্টোবর ২০২১, ১৯:৩০, আপডেট: ২১ অক্টোবর ২০২১, ২০:২৬
ইসরাইলের গোয়েন্দা সংস্থার সাথে সংযোগের অভিযোগে তুরস্কে অন্তত ১৫ ব্যক্তিকে গ্রেফতার করেছে তুর্কি গোয়েন্দা সংস্থা এমআইটি। বৃহস্পতিবার তুরস্কের বিচার বিভাগের এক সূত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এই খবর জানায়।
খবরে বলা হয়, ইস্তাম্বুলের পাবলিক প্রসিকিউটর অফিসের পরিচালিত এক তদন্তে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা তুরস্ক থেকে তথ্য ও নথিপত্র সংগ্রহ করে ইসরাইলে পাঠাতো বলে অভিযোগে জানানো হয়।
বিচার বিভাগের সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, তুরস্কে বাস করা ফিলিস্তিনি ও সিরীয় নাগরিকদের মধ্যে অর্থের বিনিময়ে এজেন্ট সংগ্রহ করতো ইসরাইলি গোয়েন্দা সংস্থা।
গ্রেফতার ব্যক্তিদের ইস্তাম্বুলের মালতেপে জেলখানায় রাখা হয়েছে।
সূত্র : আনাদোলু এজেন্সি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা