কাবুল বিমানবন্দর পরিচালনায় তুরস্ককে তালেবানের অনুরোধ
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ আগস্ট ২০২১, ২০:২২, আপডেট: ২৭ আগস্ট ২০২১, ২০:২৩
কাবুল বিমানবন্দর পরিচালনায় তুরস্ককে সাহায্য করতে অনুরোধ করেছে তালেবান কর্তৃপক্ষ। বিদেশী সেনারা চলে যাওয়ার পর কাবুল বিমানবন্দরের নিরাপত্তা ও অনিশ্চয়তাজনিত উদ্বেগের কারণে তুরস্ককে এমন অনুরোধ করা হয়। শুক্রবার তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো বলেছেন এ বিষয়ে এখনো আলোচনা চলছে।
তুর্কি কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে এ সপ্তাহে বলেছেন, তালেবান কর্তৃপক্ষ কাবুল বিমানবন্দর পরিচালনায় তুরস্কের কাছে প্রযুক্তিগত সহায়তা চেয়েছে। তালেবান কর্তৃপক্ষ তুরস্কের কাছে সাহায্য চাইলেও ৩১ আগস্টের মধ্যে তুর্কি সেনাদের আফগানিস্তান থেকে সরিয়ে নেয়ার দাবি জানিয়েছেন। এদিকে বুধবার থেকে তুর্কি সেনারা আফগানিস্তান ছাড়তে শুরু করেছেন।
এ বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, আফগানিস্তানের কাবুল বিমানবন্দর পরিচালনার বিষয়ে অনুরোধ করেছে তালেবান কর্তৃপক্ষ। তালেবান কর্তৃপক্ষ বলেছে যে তারা কাবুল বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করবে আর আমরা তা পরিচালনা করব। কিন্তু, আমরা এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। কারণ, এ দেশটিতে সব সময় মৃত্যু ও অন্যান্য নিরাপত্তা ঝুঁকি আছে।
বসনিয়া সফরের আগে এক সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যে প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান এসব কথা বলেছেন।
এরদোগান বলেন, আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে অবস্থিত এক সামরিক বিভাগে তুরস্কের সাথে তালেবানের আলোচনা হয়েছে। ওই বিমানবন্দরে তুরস্কের একটি অস্থায়ী দূতাবাস আছে। তালেবানের সাথে প্রথমবারের এ আলোচনা তিন থেকে পাঁচ ঘণ্টা স্থায়ী ছিল। যদি প্রয়োজন পড়ে তাহলে আবারো আমরা তালেবানের সাথে আলোচনা করব।
তালেবানদের মতো উগ্রবাদী সংগঠনের সাথে সম্পর্ক রাখার কারণে বর্তমান তুর্কি সরকারের সমালোচনা করায় তিনি বলেন, পরিবর্তনশীল এ অঞ্চলে কোনো অনর্থক (উগ্রবাদবিরোধী) অবস্থান নেয়ার মতো বিলাসিতা করবে না তুরস্ক।
আমরা জানি না যে তারা (তালেবানরা) কী চায় আবার তারা জানে না যে আমরা কী চাই। তাই আলোচনা ও সম্পর্ক না রাখা হলে কোনো প্রত্যাশাই পূর্ণ হবে না। বন্ধুরা কূটনীতি কাকে বলে? এটাকেই বলে কূটনীতি।
সূত্র : আল-আরাবিয়া নিউজ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা