২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

তুরস্কের কৃষ্ণসাগর উপকূলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪০

কাসতামোনু প্রদেশের বোজকুর্ত জেলায় বন্যা - ছবি : আনাদোলু এজেন্সি

তুরস্কের কৃষ্ণসাগর উপকূলবর্তী প্রদেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪০ জনের দাঁড়িয়েছে। শনিবার তুর্কি দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা বিষয়ক কর্তৃপক্ষ (এএফএডি) এক বিবৃতিতে এই তথ্য জানায়।

এর আগে বুধবার ভারী বৃষ্টিপাতের ফলে কৃষ্ণসাগর উপকূলে তুরস্কের উত্তরের প্রদেশগুলোতে বন্যা সৃষ্টি হয়।

এএফএডির বিবৃতিতে জানানো হয়, বন্যায় কাসতামোনু প্রদেশে ৩৪ জন ও সিনোপ প্রদেশে ছয়জনের মৃত্যু হয়েছে।

বন্যাদুর্গত এলাকায় উদ্ধার অভিযান ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

এদিকে বারতিন প্রদেশ থেকে ৩৪১, কাসতামোনু প্রদেশ থেকে দুই হাজার আট শ' সাত ও সিনোপ প্রদেশ থেকে এক হাজার ছয় শ' ৯৩ ব্যক্তি বন্যায় প্লাবিত এলাকা থেকে উদ্ধার করে হেলিকপ্টার ও নৌকায় করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

এদিকে শুক্রবার প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বন্যাদুর্গত কাসতামোনু প্রদেশের বোজকুর্ত জেলা পরিদর্শনে যান।

সেখানে তিনি সাংবাদিকদের বলেন, 'আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টায় যত শিগগির সম্ভব প্রতিকারের চেষ্টা করবো এবং ইনশাআল্লাহ আমরা আবার ছাই থেকে উঠে দাঁড়াবো।'

পরে এক টুইট বার্তায় বন্যাদুর্গত কাসতামোনু, সিনোপ ও বারতিনকে 'দুর্যোগকবলিত অঞ্চল' হিসেবে ঘোষণা করেন।

সূত্র : আনাদোলু এজেন্সি


আরো সংবাদ



premium cement