তুরস্কে দাবানলের ১১ দিন : নিয়ন্ত্রণে ২০৯, জ্বলছে ১৩
আগুন নিভলো আনতালিয়ায়- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ আগস্ট ২০২১, ১৫:২৭
দক্ষিণ তুরস্কে শুরু হওয়া দাবানল ১১ দিন পার করছে। এর মধ্যে ৪৭ প্রদেশের ২০৯টি দাবানলের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এর বিপরীতে পাঁচ প্রদেশে ১৩টি দাবানল এখনো জ্বলছে।
শনিবার এক টুইট বার্তায় এই তথ্য জানান তুরস্কের কৃষি ও বনমন্ত্রী বাকির পাকদেমিরলি।
টুইট বার্তায় তিনি জানান, বর্তমানে মুগলা, আয়দিন, ইসপারতা, কারাবুক ও বুরদুরে এখনো জ্বলতে থাকা ১৩টি দাবানল নিয়ন্ত্রণের জন্য তারা চেষ্টা অব্যাহত রেখেছেন।
গত ২৮ জুলাই দক্ষিণ-পশ্চিম তুরস্কের আনতালিয়া থেকে দাবানলের সূচনার পর এই পর্যন্ত মোট আটজনের প্রাণহানী হয়েছে। দাবানলের আগুন নেভানোর জন্য আজারবাইজান, ইরান, কাজাখস্তান, রাশিয়া ও ইউক্রেনসহ বিভিন্ন দেশ সরঞ্জাম ও লোকবল দিয়ে সহায়তা করেছে।
এদিকে ২১৮ ঘণ্টা চেষ্টার পর আনতালিয়া প্রদেশের মানাভগাত ও গুনদোমুশ জেলার দাবানলের আগুন নেভাতে সক্ষম হয়েছেন দমকলকর্মীরা।
শুক্রবার মানাভগাতে দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএফএডি) সমন্বয় কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মওলুদ চাভুশওলু।
তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতি ও বাতাসের প্রচণ্ড গতি সত্ত্বেও দমকল কর্মীরা ঝুঁকিপূর্ণ স্থানসমূহ থেকে আগুন নেভাতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, এক হাজার নয় শ' ১৫ দমকল বিভাগের বাহন ও আট হাজার এক শ' ৫৫ দমকল কর্মী আগুন নেভানোতে অংশ নেয়। অপরদিকে তুর্কি বিমান বাহিনী আগুন নেভানোর জন্য এক হাজার ছয় শ' বার অভিযান চালায়।
সূত্র : আনাদোলু এজেন্সি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা