২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

তুরস্কের ট্যাঙ্ক ফ্যাক্টরির জন্য অর্থ দেবে কাতার : এরদোগান

তুরস্কের ট্যাঙ্ক ফ্যাক্টরির জন্য অর্থ দিবে কাতার - ছবি- সংগৃহীত

তুরস্কের রাষ্ট্রীয় মালিকানাধীন যুদ্ধ ট্যাঙ্ক ফ্যাক্টরির জন্য কাতার অর্থ দেবে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। শুক্রবার তিনি এ তথ্য জানান।

তুরস্কের উত্তর-পশ্চিমের সাকারিয়া প্রদেশে ট্যাঙ্কের যন্ত্রাংশ নির্মাণের এক ফ্যাক্টরিতে বক্তব্য দেয়ার সময় রজব তাইয়েব এরদোগান এ তথ্য জানান।

তিনি বলেন, যুদ্ধ ট্যাঙ্ক তৈরির ফ্যাক্টরি দেশের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্তর্গত। এ ট্যাঙ্ক ফ্যাক্টরির অর্থ বরাদ্দ দিয়েছে তুরস্কের অর্থ মন্ত্রণালয়। অন্যভাবে বলতে গেলে, এ ফ্যাক্টরিটি তুরস্কের সম্পত্তি। এটি সব সময়ের জন্য তুর্কি অধিকারেই থাকবে। তবে তুরস্কের ট্যাঙ্ক ফ্যাক্টরির ৪৯ ভাগ অর্থ দিচ্ছে কাতার।

তিনি জোর দিয়ে বলেন, ‘শক্তিশালী প্রতিরক্ষা শিল্প ছাড়া আমাদের স্বাধীনতা ও ভবিষ্যতের নিশ্চয়তা নেই।’

ফিরন্টিনা হাউইটজার ও পোয়েরাজ গোলাবারুদ বহনকারী যান এ ফ্যাক্টরিতে নকশা করা ও তৈরি করা হয়েছে। এখানে বিভিন্ন পরিবহন যানের লোহার চাকা বা ট্রাক ঠিক করা হয়। এ কারখানায় ট্যাঙ্কের যন্ত্রাংশের ডিজাইন করা ও উৎপাদনের কাজ করা হয় বলেও জানান তুর্কি প্রেসিডেন্ট।

রজব তাইয়েব এরদোগান আরো বলেন, আমরা এখানেই আলটাই ট্যাঙ্ক তৈরি করব। আমি আশা করি, ২০২৩ সালের প্রথমদিকে আমরা তুর্কি সেনাবাহিনীর হাতে এ ট্যাঙ্ক তুলে দিতে পারব।

তুরস্ক ও কাতার হলো কৌশলগত মিত্র। তারা কয়েকটি ক্ষেত্রে বিশেষ করে সামরিক ক্ষেত্রে পরস্পরের সহযোগী হিসেবে কাজ করছে। এ দু’দেশের মধ্যকার সামরিক চুক্তি অনুসারে গত বছর তুরস্ক কাতারকে দোহা নামের যুদ্ধজাহাজ প্রদান করেছে।

২০১৭ সালে সৌদি আরব, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত প্রতিবেশী কাতারের ওপর স্থল, নৌ ও আকাশ পথে অবরোধ আরোপ করে। এ সময় তুরস্ক ও কাতারের এই ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়।

সূত্র : মিডলইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement
কুলাউড়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে গণপিটুনি অহিংস গণঅভ্যুত্থানের আহ্বায়কসহ ১৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ শিক্ষার্থীর মৃত্যুর দায় ন্যাশনাল হাসপাতালের ওপর চাপানো ভিত্তিহীন : কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সেন্ট গ্রেগরি হাইস্কুল বন্ধ ঘোষণা স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে পিরোজপুরে একজনের যাবজ্জীবন নড়াইলে ২ ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড নোবিপ্রবিতে মানবিকতার আড়ালে হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ পুনর্বাসন ইমরান খানের মুক্তির দাবিতে ‘ডি চক’ যাত্রা, উত্তাল পাকিস্তান জিম্বাবুয়েকে ১৪৫ রানে গুটিয়ে দিলো পাকিস্তান কুমিল্লায় ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ৭ রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ

সকল