ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন বন্ধে তুরস্ক-পাকিস্তানের যৌথ প্রচেষ্টার অঙ্গীকার
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ মে ২০২১, ১৬:১১
ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের ক্রমেই বাড়তে থাকা আগ্রাসন প্রতিরোধে যৌথভাবে কাজের অঙ্গীকার করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়ে দুই নেতার মধ্যে ফোনালাপে উভয় নেতা এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তুরস্কের প্রেসিডেন্টের দফতরের যোগাযোগ বিভাগের সূত্রে জানানো হয়, উভয় নেতার মধ্যে ফোনালাপে প্রেসিডেন্ট এরদোগান ফিলিস্তিনে হামলা থেকে ইসরাইলি বাহিনী বিরত রাখতে নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনা করেন। ইসরাইলকে এই ‘শক্তিশালী ও ভীতিকর শিক্ষা’ দিতে তুরস্কের প্রচেষ্টার সাথে পাকিস্তানের অংশগ্রহণের গুরুত্ব সম্পর্কে জোর দেন তিনি।
অপরদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতরের সূত্রে জানানো হয়, ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসন বন্ধে জাতিসঙ্ঘে আন্তর্জাতিক সম্প্রদায়কে সংগঠিত করতে দুই দেশের একত্রে কাজের বিষয়ে উভয় নেতা অঙ্গীকার করেছেন। অপরদিকে আন্তর্জাতিক পর্যায়ে ফিলিস্তিন ইস্যুতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর নিবিড়ভাবে কাজে উভয় নেতা একমত হয়েছেন।
সূত্র : ইয়েনি শাফাক
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা