গ্রিসের ফিরিয়ে দেয়া ৫৬ অভিবাসীদের উদ্ধার তুরস্কের
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ মে ২০২১, ১৭:৪৬
তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় চানাক্কালে প্রদেশে সাগর থেকে অন্তত ৫৬ অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শুক্রবার তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়।
খবরে বলা হয়, তুর্কি কোস্ট গার্ডের সদস্যরা আইভাজিকের কাদিরগা উপকূলে রাবারের নৌকায় একদল অভিবাসীকে দেখতে পায়। গ্রিক কর্তৃপক্ষের ফিরিয়ে দেয়া ওই অভিবাসীদের কোস্ট গার্ড সদস্যরা উদ্ধার করে।
তুরস্ক ও বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো গ্রিসে অভিবাসীদের ফেরত পাঠানোর অন্যায় অনুশীলনের বিষয়ে বারবার নিন্দা করেছে। তারা বলেছে, এটা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন যার মাধ্যমে অরক্ষিত অভিবাসীদের জীবনকে হুমকির মধ্যে ফেলা হচ্ছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা