২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বাইডেনের 'আর্মেনিয়া গণহত্যা' স্বীকৃতিকে তুরস্কের প্রত্যাখ্যান

তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দফতর - ছবি : আনাদোলু এজেন্সি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ১৯১৫ সালের 'আর্মেনিয়া গণহত্যাকে' স্বীকৃতি প্রত্যাখ্যান করেছে তুরস্ক। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই প্রত্যাখ্যানের কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, 'উগ্র আর্মেনিয়ান চক্র ও তুর্কিবিরোধী গোষ্ঠীগুলোর চাপে ২৪ এপ্রিল মার্কিন প্রেসিডেন্টের বিবৃতিতে ১৯১৫ সালের ঘটনাকে কঠিন শব্দে বর্ণনা আমরা প্রত্যাখ্যান ও নিন্দা করছি।'

বিবৃতিতে বলা হয়, ১৯১৫ সালের ঘটনা আন্তর্জাতিক আইন অনুসারে 'গণহত্যা' হিসেবে বর্ণনার কোনো শর্তই পূরণ করেনি।

বিবৃতিতে আরো বলা হয়, '১৯১৫ সালের ঘটনার প্রকৃতি বর্তমান রাজনীতিবিদদের রাজনৈতিক লক্ষ্য বা অভ্যন্তরীণ রাজনৈতিক বিবেচনার পরিবর্তন করেনি। এই দৃষ্টিভঙ্গি শুধু ইতিহাসের এক নোংরা মিথ্যাচারেরই সহায়ক হবে।'

তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়, 'সভ্যতার সূতিকাগার খ্যাত অঞ্চলের কেন্দ্রে থাকা দেশ হিসেবে এবং সকল দুর্ভোগ সত্ত্বেও মানবতার শান্তি ও স্বস্তির জন্য কাজ করার দৃষ্টিভঙ্গি গ্রহণ করা দেশ হিসেবে, তুরস্ক কখনোই তার ইতিহাসের মুখোমুখি হওয়া এড়িয়ে যায়নি এবং যুক্তরাষ্ট্রসহ এই বিষয়ে অন্য কোনো দেশ থেকেই শিক্ষা নেবে না।'

বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্টের প্রতি স্বীকৃতির 'গুরুতর ভুলকে' সংশোধনের আহ্বান জানানো হয়।

পরে শনিবার বাইডেনের স্বীকৃতির পরিপ্রেক্ষিতে তুরস্কে মার্কিন দূতকে ডেকে পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে শনিবার এক বিবৃতিতে প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ১৯১৫ সালে তৎকালীন উসমানিয়া সাম্রাজ্যের পূর্বপ্রান্তে আর্মেনীয় জাতিগোষ্ঠীর আবাসে সংগঠিত ঘটনাকে 'গণহত্যা' হিসেবে স্বীকৃতি দেন জো বাইডেন।

বিবৃতিতে বাইডেন বলেন, 'আজ থেকে ১০৬ বছর আগে শুরু হওয়া গণহত্যায় যেসব আর্মেনিয়ান নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, আমেরিকার জনগণ তাদের প্রতি শ্রদ্ধা জানায়।'

সূত্র : আনাদোলু এজেন্সি


আরো সংবাদ



premium cement