তুরস্কের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান আজারবাইজানের
- নয়া দিগন্ত অনলাইন
- ১৫ ডিসেম্বর ২০২০, ১৭:২২, আপডেট: ১৫ ডিসেম্বর ২০২০, ১৯:০৭
রাশিয়ার ক্ষেপণাস্ত্র এস-৪০০ ক্রয়ে তুরস্কের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে এটিকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ।
সোমবার আজারবাইজান সরকারের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
আজারবাইজানের প্রেসিডেন্টের সহকারী ও পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান হিকমেত হাজিয়েভ এক বিবৃতিতে জানান, ‘রাষ্ট্রপতি আলিয়েভ তুরস্কের বিরুদ্ধে একতরফা এ নিষেধাজ্ঞাগুলোকে অগ্রহণযোগ্য হিসেবে দেখছেন। যখন ন্যাটোর অন্য কিছু সদস্য একই ধরনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে, তখন তুরস্কের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা অন্যায়।’
‘প্রেসিডেন্ট বিষয়টিকে দ্বি-মুখী নীতি এবং অন্যায় চিহ্ন হিসেবে দেখছেন,’ তিনি যোগ করেন।
‘প্রেসিডেন্ট আলিয়েভ বলেছেন, তিনি নিশ্চিত নিষেধাজ্ঞাগুলো তুরস্কের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার পদক্ষেপগুলোকে থামিয়ে দিতে পারবে না,’ হাজিয়েভ উল্লেখ করেছেন।
দু’দেশের দৃঢ় সম্পর্কের কথা তুলে ধরে প্রেসিডেন্ট স্মরণ করেন, ১০ ডিসেম্বর আজারবাইজানের বিজয় কুচকাওয়াজে প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের উপস্থিতি ছিল দু’দেশের মধ্যকার ঐক্যের উদাহরণ।
এদিকে, আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আমরা নিষেধাজ্ঞার সিদ্ধান্তের নিন্দা জানাই এবং এই পদক্ষেপটিকে তুরস্কের বিরুদ্ধে দ্বি-মুখী নীতির প্রয়োগ হিসাবে দেখি।’
বিবৃতিতে বলা হয়, এটি দুর্ভাগ্যজনক যে, সংলাপ এবং কূটনীতির মাধ্যমে এই সমস্যা সমাধানে তুরস্কের প্রস্তাবে আমেরিকা সাড়া দেয়নি।
মন্ত্রণালয়টি আরো বলেছে, আজারবাইজান বরাবরের মতো তুরস্কের পাশে আছে এবং আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচারের ভিত্তিতে তার অবস্থানকে সমর্থন করে।
মন্ত্রণালয়টি তুরস্কের জাতীয় সুরক্ষার সাথে জড়িত এই বিষয়টিকে সংলাপের মাধ্যমে সমাধানের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।
সোমবার মার্কিন রাজস্ব বিভাগ তুরস্কের রুশ এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
‘নিষিদ্ধকরণ আইনের মাধ্যমে আমেরিকার বিরোধীদের দমন (সিএএটিএসএ)’-এর আওতায় নিষেধাজ্ঞাগুলো তুরস্কের প্রেসিডেন্সি অফ ডিফেন্স ইন্ডাস্ট্রিজ (এসএসবি) এবং এর প্রধান ইসমাইল দেমিরসহ তিন কর্মকর্তাকে লক্ষ্যবস্তু বানিয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক বিবৃতিতে বলেছিলেন, এসএসবি জেনেশুনে এস-৪০০ ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনে রাশিয়ার প্রধান অস্ত্র রফতানি সংস্থা রোসোবোরোনেক্সপোর্টের সাথে একটি গুরুত্বপূর্ণ লেনদেনে জড়িত।
‘এই নিষেধাজ্ঞার আওতায় এসএসবির সকল মার্কিন রফতানি লাইসেন্স ও অনুমোদনের উপর নিষেধাজ্ঞা এবং এসএসবি প্রধান ড. ইসমাইল দেমির এবং এসএসবি অন্যান্য কর্মকর্তাদের সম্পদ জব্দ করা এবং ভিসা নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে,’ পম্পেও যোগ করেন।
এর আগে, ২০১৯ সালের জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য যখন আঙ্কারা অনুরোধ করেছিল, তখন তার পূর্বসূরি বারাক ওবামা তুরস্কের সাথে অন্যায় আচরণ করেছিলেন।
সূত্র : আনাদোলু এজেন্সি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা