তুরস্কে ভূমিকম্পের ৯১ ঘন্টা পর ৩ বছরের শিশু উদ্ধার (ভিডিও)
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ নভেম্বর ২০২০, ১৪:৪০, আপডেট: ০৩ নভেম্বর ২০২০, ১৫:১৫
তুরস্কে শুক্রবারের ভূমিকম্পে ধ্বসে যাওয়া বিল্ডিংয়ের ভেতর থেকে আজ মঙ্গলবার ৩ বছরের এক কন্যা শিশুকে ৯১ ঘন্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে।
ইজমির প্রদেশের বায়রাকলি জেলার একটি ভাঙা দালানের ভেতর থেকে আয়দা গিজগিন নামের এই ৩ বছরের শিশুকে উদ্ধার করা হয়েছে।
আয়দা উদ্ধার হওয়া মানুষের মধ্যে ১০৭তম। উদ্ধারের পরই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তুরস্কের দুর্যোগ ও জরুরী ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএফএডি) প্রধান মেহমেত গ্যাললুগ্লু টুইট বার্তায় জানান, বাচ্চা মেয়েটির উদ্ধারের ঘটনায় উদ্ধারকারীদের মধ্যে ব্যাপক আনন্দ বইছে।
আয়দাকে উদ্ধারকারী কর্মী নুসরেত আকসয় বলেন, উদ্ধারের আগে ছোট্ট এই বাচ্চা হাত নাড়াচ্ছিল।
আয়দাকে উদ্ধারের পর ধ্বসে যাওয়া বিল্ডিংয়ের বাইরে নিয়ে আসলে উপস্থিত জনতা আল্লাহু আকবার শ্লোগান দিতে থাকেন।
সূত্র : আনাদোলু এজেন্সি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা