২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

যুদ্ধবিরতি লঙ্ঘন করে আজারবাইজানের বেসামরিক এলাকায় আর্মেনিয়ার হামলা, নিহত ২১

- সংগৃহীত

বিতর্কিত নাগার্নো-কারাবাখ অঞ্চলকে কেন্দ্র করে যুদ্ধ বিরতির মধ্যেই আর্মেনিয় বাহিনীর হামলায় নতুন করে আজারবাইজানের ২১ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) আর্মেনিয় বাহিনী আজারবাইজানের বেসামরিক এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। তবে যুদ্ধ বিরতির মধ্যেই বুধবারের হামলার ঘটনা তাৎক্ষণিকভাবে অস্বীকার করেছে আর্মেনিয়া।

আজারবাইজান জানিয়েছে, দেশটির বার্দা জেলার সীমান্তের কাছাকাছি ক্ষেপণাস্ত্র হামলার পর হতাহতের এই ঘটনা ঘটে। এ নিয়ে তৃতীয়বারের মতো যুদ্ধবিরতি ভঙ্গ করলো আর্মেনিয়া। যদিও এই হামলার কথা অস্বীকার করে উল্টো আজারবাইজানের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে আর্মেনিয়া। আর্মেনিয়ার দাবি- নাগার্নো-কারাবাখে আজারবাইজানের ‘নতুন করে ধ্বংসাত্মক হামলায়’ বেসামরিক নাগরিক প্রাণ হারাচ্ছে।

আজারবাইজানের প্রসিকিউটর জেনারেলের অফিস বলেছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে আর্মেনিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র আজারবাইজানের জনবহুল অঞ্চল ও একটি নিকটবর্তী বাজারে আঘাত হানলে ২১ বেসামরিক নাগরিক নিহত এবং কমপক্ষে ৭০ জন আহত হন।

উল্লেখ্য, ১৯৯১ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত আজারবাইজানের ভূখণ্ড নাগার্নো-কারাবাখ দখল করে নেয়া আর্মেনিয়া। তারপর থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ দুটির মধ্যে উত্তেজনা চলছে। গেল ৩০ বছর ধরে আজারবাইজানের ২০ শতাংশ ভূখণ্ড অবৈধভাবে দখল করে রেখেছে আর্মেনিয়া।

জাতিসঙ্ঘের বেশ কয়েকটি প্রস্তাবনা এবং অনেক আন্তর্জাতিক সংস্থা আজারবাইজানের ভূখণ্ড ছেড়ে দেয়ার জন্য আর্মেনিয়ার প্রতি আহ্বান জানালেও তাতে সাড়া দেয়নি ইয়েরেভান।


আরো সংবাদ



premium cement
দুই হত্যা মামলায় সাবেক এমপি সোলাইমান ৭ দিনের রিমান্ডে বৃহস্পতিবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে চলবে জাহাজ বড় পুকুরিয়া কয়লাখনির দুর্নীতি মামলা থেকে খালেদা জিয়ার অব্যাহতি শহীদ ডা. মিলনের সমাধিতে পেশাজীবী পরিষদের শ্রদ্ধা আইনজীবী সাইফুল হত্যা : সুপ্রিম কোর্টসহ সকল বারে বিক্ষোভ সমাবেশ পানছড়ি হাসপাতালে অগ্নিদগ্ধ রোগীর ফাঁস দিয়ে আত্মহত্যা সুন্দরবনে কার্গোর ধাক্কায় নৌকাডুবি, নিখোঁজ ১ আখাউড়া স্থলবন্দরে যাত্রী পারাপার বন্ধ করল ভারত টেকনাফে ২ লাখ ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

সকল