২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আর্মেনিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করার অভিযোগে যা বলল তুরস্ক

- ছবি : সংগৃহীত

আর্মেনিয়া এবং আজারবাইজানের সশস্ত্র বাহিনীর মধ্যে লড়াই শুরু হয়ে গেছে বিতর্কিত নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে। এরই মধ্যে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।

আর্মেনিয়ান বাহিনীর অভিযোগ, তুর্কি যুদ্ধবিমানের গুলি করে আর্মেনিয় যুদ্ধবিমান সুখোই-২৫ ভূপাতিত করেছে।

তুরস্ক এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

তুর্কি যোগাযোগ বিষয়ক পরিচালক ফাহেরেতিন আলতুন মঙ্গলবার গভীর রাতে ব্লুমবার্গকে বলেছিলেন, তুরস্ক আর্মেনিয়ান সামরিক বাহিনীর একটি সুখোই-২৫ গুলি করে ভূপাতিত করার অভিযোগ একেবারেই অসত্য। আর্মেনিয়াকে এসব সস্তা কৌশল অবলম্বন না করে তার দখলে থাকা আজারবাইজানের অঞ্চলগুলো থেকে সরে আসতে হবে।

দিন শেষে, আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এই অভিযোগ অস্বীকার করেছে।

আজারবাইজানে বেসামরিক নাগরিকদের উপর আর্মেনিয়ার চালানো হামলায় দক্ষিণ ককেশাসের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।

এদিকে বিশ্ব নেতৃবৃন্দ আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার এ সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়েছে।

সাবেক সোভিয়েতভুক্ত এ দুটি দেশ ১৯৯০ সাল থেকেই আঞ্চলিক বিরোধে জড়িয়ে আছে। ২০১৬ সালে এসে তা মারাত্মক রূপ নেয়। এ প্রেক্ষাপটে জাতিসঙ্ঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস অবিলম্বে এই সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন।

মহাসচিবের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, গুতেরেস অবিলম্বে উভয়পক্ষকে এই যুদ্ধ বন্ধের জন্য জোরালো আহ্বান জানান। বিলম্ব না করে অর্থপূর্ণ আলোচনায় ফেরারও আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, দুই দেশের মধ্যে নাগরনো কারাবাখ নিয়ে রোববার নতুন করে সংঘর্ষ শুরু হয়। ব্যাপক গোলাগুলির পর পরিস্থিতি যুদ্ধাবস্থায় পৌঁছায়।

এ প্রেক্ষাপটে আর্মেনীয় সরকার সামরিক আইন জারি করে নিজ জনগণকে যুদ্ধের জন্যে প্রস্তুত হতে বলেছে। আর্মেনিয়ার দাবি, প্রথমে আজারবাইজান বাহিনী তাদের বাহিনী লক্ষ্য করে গোলা ছোঁড়ে।

কিন্তু আজারবাইজান বলছে, আর্মেনিয়ার বাহিনীই প্রথমে তাদের সেনা ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে গোলাবর্ষণ করে। ডেইলি সাবাহ


আরো সংবাদ



premium cement
ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জবি শিক্ষার্থীদের রয়টার্সের মনগড়া সংবাদের প্রতিবাদ জানালো সিএমপি চাঁদাবাজি মামলায় তারেক রহমানসহ ৮ জনের অব্যাহতি ভিজিডির চাউল নিতে এসে ট্রলির ধাক্কায় ২ নারী নিহত মার্কিন দূতাবাসের উদ্দেশে খালেদা জিয়া আইনজীবী সাইফুল হত্যা : আটক ৩০, দুই মামলার প্রস্তুতি সমস্ত সভ্যতার জন্য ন্যায়বিচার, সমতা ও স্থায়িত্ব নিশ্চিত করার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার সাবেক কৃষিমন্ত্রী ১ দিনের রিমান্ড মঞ্জুর আইনজীবী হত্যার ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার ৬ : প্রেস উইং ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের রেকর্ড সংগ্রহ স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন

সকল