২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পূর্ব ভূমধ্যসাগরে সামরিক উপস্থিতি জোরদার করছে ফ্রান্স

- সংগৃহীত

বিতর্কিত পানিসীমায় তেল ও গ্যাস অনুসন্ধানকে কেন্দ্র করে গ্রিস ও তুরস্কের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পূর্ব ভূমধ্যসাগরে সামরিক উপস্থিতি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। দেশটির সশস্ত্র বাহিনী মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, ফ্রান্স তার সেনা উপস্থিতি বাড়ানোর পরিকল্পনার অংশ হিসাবে দুটি রাফায়েল যুদ্ধবিমান ও নৌবাহিনী ফ্রিগেট 'লাফায়েট' ওই অঞ্চলে প্রেরণ করবে।

ফরাসি প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাক্রোঁ পূর্ব ভূমধ্যসাগরীয় পরিস্থিতিকে ‘উদ্বেগজনক’ বলে অভিহিত করেছেন। বুধবার টুইটারে ম্যাক্রোঁ বলেন, ‘আমি পূর্ব ভূমধ্যসাগরে ফরাসি সামরিক উপস্থিতি সাময়িকভাবে শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছি।’

বৃহস্পতিবার ফরাসি সামরিক বাহিনী গ্রীক সেনাদের সাথে দক্ষিণের দ্বীপ ক্রেট থেকে প্রশিক্ষণ মহড়া চালিয়েছে।

এদিকে ফরাসি প্রেসিডেন্টের সাথে সাক্ষাতের পরে গ্রীক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস ফরাসি ভাষায় টুইট করে বলেছেন, এম্যানুয়েল ম্যাক্রোঁ গ্রিসের সত্যিকারের বন্ধু। ইউরোপীয় মূল্যবোধ এবং আন্তর্জাতিক আইনের দৃঢ় সমর্থক। সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement