আর্মেনিয়া-আজারবাইজান উত্তেজনার শান্তিপূর্ণ সমাধানে পুতিন-এরদোগানের ফোনালাপ
- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ জুলাই ২০২০, ১৬:৫১
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান সোমবার টেলিফোন কথোপকথনে আর্মেনিয়া-আজারবাইজান সীমান্ত উত্তেজনার শান্তিপূর্ণ উপায়ে সমাধানের বিষয়ে কথা বলেছেন।
ক্রেমলিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, তুর্কি পক্ষের উদ্যোগ আহ্বানে কথপোকথনকালে পুতিন উত্তেজনা বৃদ্ধির কারণ হতে পারে এমন কোনো পদক্ষেপ গ্রহণ না করার ওপর গুরুত্বারোপ করেন।
ক্রেমলিন জানায়, পুতিন এবং এরদোগান এই অঞ্চলে স্থিতিশীলতা অর্জনে সমন্বিত প্রচেষ্টায় আগ্রহ প্রকাশ করেছেন।
এই দুই নেতা আন্তর্জাতিক আইনের ভিত্তিতে আর্মেনিয়া ও আজারবাইজান উভয় দেশের জনগণের স্বার্থে নাগর্নো-কারাবাখ সীমান্ত বিরোধের রাজনৈতিক বা কূটনৈতিক নিষ্পত্তির বিকল্প না থাকার ওপরও গুরুত্বারোপ করেন।
চলতি মাসের শুরুতে এই অঞ্চলে দুই দেশের মধ্যে সশস্ত্র সংঘর্ষে বেশ কজনের প্রাণহানি ঘটেছে। ১৯৮৮ সাল থেকে নাগর্নো-কারাবাখের পার্বত্য অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে বিরোধ চলছে। ১৯৯৪ সালে এক শান্তি আলোচনার পর যুদ্ধবিরতি কার্যকর হলেও সীমান্ত এলাকায় মাঝে মধ্যে সংঘর্ষ হয়। সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা