এক দশকে ১৭০ জিম্মিকে উদ্ধার তুর্কি গোয়েন্দাদের
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ জুন ২০২০, ১৭:৪১, আপডেট: ২৬ জুন ২০২০, ১৭:৩৩
তুরস্কের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স অর্গানাইজেশন (এমআইটি) ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন সন্ত্রাসী দলের কাছে বন্দী থাকা ১৭০ জন জিম্মিকে উদ্ধার করেছে। এর মধ্যে ১৩৭ জন তুর্কি জিম্মি ছিলেন।
গোয়েন্দা সংস্থার উদ্ধার কাজ ও সাফল্য আন্তর্জাতিক মিডিয়ায় শিরোনাম হিসেবে প্রকাশ হয়েছে।
এমআইটির গত মে মাসে সর্বশেষ অপারেশনগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি হলো সোমালিয়া থেকে একজন ইতালিয়ান স্বেচ্ছাসেবককে উদ্ধার।
পূর্ব আফ্রিকার কেনিয়ায় ১৮ মাস আগে অপহৃত সিলভিয়া রোমানোকে উদ্ধারে তুরস্ক ও ইতালিয়ান গোয়েন্দা সংস্থা যৌথভাবে এই দুর্ধর্ষ অভিযান পরিচালনা করে।
সিলভিয়া রোমানো, যিনি ইতালীয় দাতব্য সংস্থা ‘আফ্রিকা মিলেলে’-এর হয়ে কাজ করেছেন। ২০১৮ সালের নভেম্বরে দক্ষিণ-পূর্ব কেনিয়ার বন্দুকধারীরা তাকে জিম্মি করেন। পরবর্তীতে আটককৃত অবস্থায় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।
তাকে সোমালিয়ার রাজধানী মোগাদিসুর বাইরে প্রায় ৩০ কিলোমিটার (১৯ মাইল) বাইরে এক স্থানে পাওয়া যায় এবং তাকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল।
তার অপহরণের পেছনে সন্ত্রাসী গোষ্ঠী আল-শাবাবকে সন্দেহ করা হয়েছে। তবে কোনো গোষ্ঠীই এই দায় স্বীকার করেনি।
এই ঘটনার পরে আন্তর্জাতিক মিডিয়া, বিশেষত ইতালিয়ান গণমাধ্যম জানিয়েছে, তুরস্ক, সোমালি ও ইতালিয়ান গোয়েন্দা সংস্থার যৌথ চেষ্টার জন্য রোমানোকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
এভাবে গত ১১ বছরে তুরস্কের গোয়েন্দা সংস্থা ৩২ জন বিদেশীকে উদ্ধার করেছে। যার মধ্যে রোমানো একজন।
১৭০ জন জিম্মির বেশিরভাগকে প্রতিকূল অঞ্চল থেকে উদ্ধার করা হয়েছে। এমআইটি অধিকাংশ উদ্ধারকাজ সিরিয়ায় চালিয়েছে।
এমআইটি বিভিন্ন দেশের কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে তাদের কার্যক্রম পরিচালনা করে। এছাড়াও প্রায়শই বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর সাথে তাদের নাগরিকদের উদ্ধারে সহায়তার জন্য কাজ করে থাকে।
সূত্র : ডেইলি সাবাহ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা