মুরসির প্রথম মৃত্যুবার্ষিকীতে এরদোগানের গভীর শ্রদ্ধা.
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ জুন ২০২০, ২২:৫৭, আপডেট: ২০ জুন ২০২০, ১২:৪৩
গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত মিসরের প্রথম প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসির প্রথম মৃত্যুবার্ষিকীতে তার রূহের মাগফিরাত কামনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।
গত বুধবার এক টুইটে এরদোগান বলেন, আমি আজ আমার প্রিয় ভাই মোহাম্মাদ মুরসিকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং প্রথম শাহাদতবার্ষিকীতে তার রূহের মাগফিরাত কামনা করছি।
মুরসির সঙ্গে নিজের ছবি শেয়ার করে এরদোগান বলেন, পরবর্তী প্রজন্মকে আমাদের জানাতে হবে যে, আমাদের পূর্বসূরিরা এমন মহান ছিলেন যারা অন্যায়ের সঙ্গে কখনো আপস করেননি।
গত বছর ১৭ জুন আদালতে শুনানি চলাকালে মোহাম্মাদ মুরসি বিচারকের কাছে কথা বলার অনুমতি চাইলে তাকে অনুমতি দেয়া হয়। প্রায় ২০ মিনিট বক্তব্য রাখার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৭ বছর।
মনে করা হয়, আদালতে মুরসির ওপর সিসি প্রশাসনের শারীরিক ও মানসিক চাপ প্রয়োগই তার মৃত্যুর একটি কারণ। মোহাম্মাদ মুরসির মৃত্যুর পর দেশটির বর্তমান প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল সিসি ও ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করেন এরদোগান।
তিনি বলেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত মিসরীয়দের মুক্তির জন্য কাজ করেছেন মুরসি। এ কারণে তিনি মুসলমানদের কাছে অবিস্মরণীয় হয়ে থাকবেন। মৃত্যুর পর মুরসিকে শহীদ বলেও আখ্যা দেন এরদোগান। ডেইলি সাবাহ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা