নিরাপত্তা নিশ্চিতে যা প্রয়োজন তুরস্ক করবে : পররাষ্ট্রমন্ত্রী ফিদান
- নয়া দিগন্ত অনলাইন
- ২২ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৬
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, সিরিয়ার নতুন প্রশাসন যদি যুক্তরাষ্ট্র-সমর্থিত কুর্দি গ্রুপকে নিয়ে আঙ্কারার উদ্বেগের সমাধান করতে না পারে তাহলে নিরাপত্তা নিশ্চিতের জন্য তুরস্ক যা করা প্রয়োজন তাই করবে।
শনিবার তিনি এ কথা বলেন।
কুর্দি গ্রুপটিকে তুরস্ক একটি উগ্রবাদী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।
তুরস্ক মনে করে, পিপলস প্রোটেকশন ইউনিটস (ওয়াইপিজি) যুক্তরাষ্ট্র-সমর্থিত উগ্রগোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসকে (এসডিএফ) নেতৃত্ব দেয়। এছাড়াও তারা ওয়াইপিজিকে কুর্দিস্তান ওয়ার্কারস পার্টির (পিকেকে) একটি শাখা হিসেবে বিবেচনা করে।
পিকেকের উগ্রবাদীরা ৪০ বছর ধরে তুরস্কের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। আঙ্কারা, ওয়াশিংটন ও ইউরোপিয়ান ইউনিয়ন তাদের উগ্রবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করে।
বাশার আল-আসাদের পতনের দু’সপ্তাহেরও কম সময়ের মধ্যে এসডিএফের থেকে ৯ ডিসেম্বর তুরস্ক ও সিরিয়ার গ্রুপগুলো মানবিজ শহর পুনরায় দখল নিলে এ বৈরিতা বাড়ে। আসাদ পতনে কুর্দি উপদলগুলো বিপাকে পড়েছে। তারা গত ১৩ বছরে তৈরি করা রাজনৈতিক সুযোগ-সুবিধাগুলোকে ধরে রাখতে চায়।
সূত্র : দ্য জেরুসালেম পোস্ট
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা