লেবাননের উদ্দেশে বন্দর ত্যাগ করেছে ১ হাজার টন ত্রাণবাহী তুর্কি জাহাজ
- নয়া দিগন্ত অনলাইন
- ৩১ অক্টোবর ২০২৪, ২৩:১৭
লেবাননের উদ্দেশে বন্দর ত্যাগ করেছে এক হাজার টন ত্রাণবাহী তুর্কি জাহাজ। আগামীকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে জাহাজটি বৈরুত বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
এনএনএ বলেছে, নয়টি তুর্কি এনজিও সমন্বিত একটি মানবিক সহায়তা জাহাজ তুরস্ক থেকে বৈরুতের উদ্দেশে যাত্রা করেছে।
তুরস্কের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা টিআইকার একটি বিবৃতিতে বলা হয়েছে, জাহাজটি শুক্রবার দুপুর আড়াইটার দিকে বৈরুত বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এতে ১২৫টি কন্টেইনার এবং ৬৮৩টি প্যালেট রয়েছে। মোট প্রায় এক হাজার টন মানবিক সরবরাহ রয়েছে।
জাহাজটিতে খাদ্য পার্সেল, টিনজাত পণ্য, গদি, কম্বল, স্বাস্থ্যবিধি পণ্য, শিশুর ডায়াপার, বিস্কুট, শিশুর খাবার এবং পোশাকের মতো প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে।
এনএনএ জানিয়েছে, লেবাননের সরকারের সাথে সমন্বয় করে সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের মধ্যে এই সাহায্য বিতরণ করা হবে।
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা