২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

আপন-পর

-

ক’মাস পরেই পড়বে আমার
বয়সটা ঠিক সাতাশে
মনটা দেখি এই খবরে
উড়াল দিলো বাতাসে।

থামল ওড়া সেদিন যখন
বলল বাবা আমারে
নয়তো বিয়ে এই বয়সে
এসব আলাপ থামারে!

ঘুরল মাথা ভনভনিয়ে
কিন্তু চাচা বলল থাম
তুই আর আমি দু’জন মিলে
ফেলব সেরে বিয়ের কাম।

কষ্ট চাচা বুঝল বলেই
সাজল আমার বাসর ঘর
চাচা হলেন সবচে’ আপন
বাবা এখন ভীষণ পর!

 


আরো সংবাদ



premium cement