১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

দিলদার

-


দিলদার হাত দুটি বাড়িয়ে
সব ভয় ছাড়িয়ে
চুলে কালি দিয়ে গো।
মনে হয়, মেয়েগুলো ফুরে যায়
মাথা যেন ঘুরে যায়
কবে হবে বিয়ে গো?

তাই লেখে নামধাম খাতাতে
ঝরঝর পাতাতে
ইচ্ছাটি পাবে টের,
যত তত, মেয়ে দেখে মানা নেই
কবে বিয়ে জানা নেই
পায়ে ধরে ঘটকের।

সারা দিন ভক্কর চক্কর
দিয়ে গেল টক্কর
মেয়ে রাজি হলো না,
জেনে শুনে আসে না তো কাজী রে
মেয়ে কেন রাজি না
দেখে আসি চলো না!

 


আরো সংবাদ



premium cement