২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

ভালো থাকে মন

-

শীতকালে আবুলের ভালো থাকে মন
গুনগুন গান গায় দেখি সারাক্ষণ
মন কেন ভালো থাকে আসলেই শীত
কেনইবা শীতকালে গায় নানা গীত?

প্রশ্নের উত্তর নাই কারো জানা
বারবার এক কথা বলতেও মানা
তার পরও চেষ্টা চলে মাঝে মাঝে
হোক না সকাল কিংবা কোনো দিন সাঁঝে।

অবশেষে একদিন বলল সে শোনো
এরপর প্রশ্ন করবে না কোনো
শীতকালে নানাভাবে বেঁচে যায় টাকা
এ কারণে তার নাকি মন ভালো থাকা।

শীতকালে ঢালে নাকো গায়ে পানি তার
সাবান কয়েল কেনা লাগে নাকো আর
গন্ধে মশার দলে পালায় যখন
গুনগুন গান গেলে ভালো থাকে মন!


আরো সংবাদ



premium cement