২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিজয় পতাকা ওড়ে

-

অতর্কিত হামলা চালায় পাক সেনারই দল,
পঁচিশ মার্চে নিগূঢ় ঘুমে ঢাকার জনবল।
শত শত লাশের মিছিল ঢাকার অলিগলি,
হৃদয় কাঁদে দুঃখে আজো কেমনে তা বলি

বজ্রকণ্ঠে আওয়াজ এলো মুক্তির সংগ্রাম,
আমজনতা বেরিয়ে পড়ে গ্রামের পরে গ্রাম
দীর্ঘ ন’মাস যুদ্ধ চলে কত মানুষ মরে,
লক্ষ মায়ের সন্তানেরা নাহি ফেরে ঘরে।

রক্তে এলো স্বাধীনতা শাপলা ফুলের দেশ,
বছর ঘুরে এ মাস এলেই বিজয় পরিবেশ।
গ্রামে গঞ্জে মেলা বসে বিজয় পতাকা ওড়ে
ডিসেম্বরের ষোলো তারিখ আসুক ঘরে ঘরে।


আরো সংবাদ



premium cement