কৃষকের ইন্টারভিউ
- মঞ্জুর মোর্শেদ রুমন
- ১৪ নভেম্বর ২০১৯, ০০:০০
উপস্থাপিকা : আপনি ছাগলরে কী খাওয়ান?
কৃষক : কোনটারে? কালো না সাদা?
উপস্থাপিকা : কালোটারে।
কৃষক : ঘাস।
উপস্থাপিকা : আর সাদা?
কৃষক : ওইটারেও ঘাসই খাওয়াই।
উপস্থাপিকা : ও আচ্ছা। এগুলিরে কই বাইন্ধা রাখেন?
কৃষক : কোনটা? কালোটা না সাদাটা?
উপস্থাপিকা : সাদা।
কৃষক : ওই পাশে বাইরের ঘরে বাইন্ধা রাখি।
উপস্থাপিকা : আর কালোটা?
কৃষক : ওইটারেও বাইরের ঘরেই বান্ধি।
উপস্থাপিকা : আর গোসল করান কিভাবে?
কৃষক : কালো না সাদা ?
উপস্থাপিকা : কালো।
কৃষক : পানি দিয়া।
উপস্থাপিকা : আর সাদাটা?
কৃষক : ওইটারেও পানি দিয়াই করাই...
উপস্থাপিকা : (চরম ক্ষিপ্ত) সব কিছু যখন একই রকম করেন, তা হলে বারবার জিগাস ক্যান কালো না সাদা?
কৃষক : কারণ সাদা ছাগলটা আমার।
উপস্থাপিকা : আর কালোটা?
কৃষক : ওইটাও আমার।
উপস্থাপিকা বেহুঁশ। তার যখন জ্ঞান ফিরল তখন কৃষক উপস্থাপিকাকে বলল, এবার বুঝলেনÑ টিভিতে একই খবর বারবার বলে আমাদের কান ঝালাপালা করে দেন তখন আমাদের কেমন লাগে?