ইস্ত্রি আবিষ্কারের কথা
- মাহবুবুর রশিদ
- ১৭ অক্টোবর ২০১৯, ০০:০০
পোশাক পরিপাটি করে রাখার জন্য ইস্ত্রি ব্যবহার কে না করতে চায়। ইস্ত্রি করা পোশাকে যে কাউকে দেখতে ভালো লাগে। এমনকি কালো মানুষটিকেও অনেক সময় সাদা দেখায়। আর তখনই মনে পড়ে ইস্ত্রি আবিষ্কারের কথা। সম্প্রতি ইস্ত্রি করা পোশাক পরে এ প্রতিবেদক বিভিন্ন ভুয়া তথ্য ঘাঁটাঘাঁটি করে বের করেছেন ইস্ত্রি আবিষ্কারের কথা। তাহলে শোনা যাক ইস্ত্রি কিভাবে এলোÑ
সে অনেক দিন আগের কথা। তখন নাকি বিপিএল খেলা চলছিল। ইস্ত্রি আবিষ্কারক হেনরি খেলা দেখার জন্য যেইমাত্র টিভি অন করেছেন, তখনই তার স্ত্রী টিভির রিমোর্ট তার কন্ট্রোলে নিয়ে চ্যানেল ঘুরিয়ে সিরিয়াল দেখায় ব্যস্ত হয়ে পড়লেন। হেনরি আবার স্ত্রীর কাছ থেকে জোর করে রিমোর্ট নিয়ে খেলার চ্যানেলে বদলে দেন। স্ত্রী আবার বদলে দেয় সিরিয়ালের চ্যানেলে। এভাবেই ঘণ্টাখানেক রিমোর্ট নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে চলে ধ্বস্তাধ্বস্তি। ধ্বস্তাধ্বস্তির একপর্যায়ে নির্দোষ রিমোর্টখানা ভেঙে চুরমার হয়ে যায়। আর তখনই মেজাজ গরম হয়ে চরম হয়ে যান হেনরি। মেজাজ গরম হওয়ার কারণে হেনরি লক্ষ করলেন তার পরনের কাপড়ের ভাঁজগুলো অটোমেটিক দূর হয়ে যাচ্ছে। এর পর থেকে তিনি আবিষ্কার করলেন গরম থেকে কাপড়ের ভাঁজ দূর হয়। যেহেতু স্ত্রীর সাথে ঝগড়ার কারণে যন্ত্রটি আবিষ্কারের কথা তার মাথায় এসেছে তাই তিনি স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যন্ত্রটির নাম রাখলেন ইস্ত্রি।