২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দাদার কাণ্ড

-


পান খেকো এক দাদা ছিল
ধরল চেপে কান
জীবন যদি যায়ও চলে
আর খাবে না পান।

মুখটা দাদার চলতো সদা
ভর্তি ছিল গাল
ঠোঁট দুটোতে চুন মাখানো
দাঁত ছিল তার লাল।

ডিব্বাগুলো ফেলল জলে
জর্দা ছিল সাথে
পান-সুপারিও দিলো ফেলে
সবই নিজের হাতে।

পান ছেড়েছে দাদা বাবু
মুখ নড়ে না আর
আনমনেতে হাত চলে যায়
মুখেতে বার বার।

দিনে দিনে কষ্ট বাড়ে
বাদ সাধে না মন
পারল নাকো দাদা বাবু
ভাঙলো এবার পণ।

আগের চেয়েও দাদা এখন
খাচ্ছে বেশি পানÑ
মুখ রাঙিয়ে হাসছে দাদা
ভুঁড়িতে দেয় টান।


আরো সংবাদ



premium cement