২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঝামেলা

-

মকবুল ভাই কুড়িগ্রাম থেকে উলিপুর আসার জন্য চিন্তাভাবনা করছেন। ভাবছেন, প্রতিদিন তো অটোরিকশা, সিএনজিতে যাতায়াত করি, আজ বাসে যাই। যদিও মকবুল ভাই বাসে উঠতে পারেন না। কারণ, বাসে উঠলে বমি হয়। তবুও মনের কথায় সায় দিয়ে একটা বাসে উঠে পড়লেন। জানালার কাছে সিট পেয়েছেন। গাড়ি চলছে কি শিরশিরে হাওয়া মনটা বেশ ফুরফুরে। কিছু দূর আসতেই পকেটে হাত দিয়ে দেখেন মানিব্যাগটা নেই। দুশ্চিতার কারণ নেই। ভুল করে হয়তো অফিসে টেবিলের ড্রয়ারে রেখে এসেছেন। কারণ এমনটা প্রায়ই হয়। কিন্তু বাস ভাড়া নিয়ে একটু চিন্তিত। মানুষ গিজগিজ করছে বাসে। যে সিটে মকবুল ভাই বসে আছেন সেই সিটে একটা ব্যাগ রেখে বসে আছেন। যা গরম পড়েছে কেউ যাতে বসতে না পারে সেভাবেই ব্যাগটা রাখা। আর ব্যাগটা নামিয়ে রাখলে আরো একজন বসতে পারে, কিন্তু দু’জন ভদ্রমহিলা এসে চড়া গলায় বললÑ এই ছেলে তোমার মায়ের বয়স কত?
থ খেয়ে মকবুল ভাই বললেনÑ ৬০ হবে।
ভদ্রমহিলা দু’জনের মধ্যে একজন বললÑ তোমার খালার বয়স কত?
মকবুল ভাই একটু চমকে গেলেন। তারপর বললেন, এই ৪০ হবে।
ভদ্রমহিলারা এবার সুযোগ বুঝে সুযোগের সৎ ব্যবহার করলেন। বললেন, এই ছেলে দেখছ না মায়ের-বোনের বয়সী দুজন মহিলা দাঁড়িয়ে আছে। সিটটা ছাড়তে পারো তো। ভদ্রতা শেখো। নিজের পায়ে একটু দাঁড়াতে শেখো।
কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে গেলেন মকবুল ভাই। উলিপুরের কাছাকাছি এসে সুপারভাইজার বললÑ ভাই ভাড়াটা।
মকবুল ভাই বললেনÑ ওই যে ভদ্রমহিলা দেখছেন, উনি আমার ভাড়াটা দেবেন।
সুপারভাইজার ওই মহিলার কাছে গিয়ে বললেনÑ আপা ভাড়া দিন।
ভদ্রমহিলা দু’জনের ভাড়া দিতেই সুপারভাইজার বলে উঠলÑ আরো একজনের ভাড়া দিন।
Ñআপনার কি মাথায় সমস্যা আছে নাকি চোখে?
Ñনা, কোনো সমস্যা নেই, ওই ছেলেটার ভাড়াও দিন।
ভদ্রমহিলা দু’জনেই বলে উঠলেনÑ কেন কেন?
মকবুল ভাই একটু এগিয়ে গিয়ে বললেনÑ আত্মীয়তা এত তাড়াতাড়ি ভাঙলে চলে খালা।
ভদ্রমহিলা রেগে বললেন, কে তোমার খালা?
মকবুল ভাই বললেন, কেন একটু আগে তো বললেন, মায়ের বয়সী। তার মানে ধরে নিয়েছি, মায়ের বোন। অর্থটা দাঁড়ায় আপনি আমার আত্মীয়, অর্থাৎ খালা। আর খালাদের মতো উপদেশ দিলেন ভাড়াটা দেবেন না।
এই বলে চলে আসলেন মকবুল ভাই। ভদ্রমহিলা দু’জনেই বলে উঠলেনÑ হায়রে কি দিনকাল আসছে! উপদেশ দিলে ভাড়াও দিতে হয়। এ কেমন ঝামেলা?


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

সকল