সেলফি ট্র্যাজেডি
- তানভীর আহাম্মেদ
- ১৮ এপ্রিল ২০১৯, ০০:০০
পয়লা বৈশাখের সন্ধ্যা থেকে টিপু ভাই অসুস্থ হয়ে পড়েছেন। প্রচুর বমি, শরীর দুর্বল। অবশ্য দুর্বল হবেন না-ই বা কেন? সারা দিন কুকুরের মতো ঘুরতে ঘুরতে জিহ্বা বের করে শ্বাস নিতে হয়েছে।
রিলেশনশিপের প্রথম পয়লা বৈশাখ ছিল তার। তাই সকাল সকাল বের হওয়ার সময় রঙিন পাঞ্জাবি পরে ভালো একটা লুক নিয়েই বের হয়েছিলেন টিপু ভাই। যদিও দিন শেষে তা পান্তাভাত। পান্তাভাতের কথা যখন এলো, তাহলে দিনের প্রথম ট্র্যাজেডিটার কথাই বলি, যা পান্তাভাত দিয়ে শুরু। সকাল সকাল রিকশায় করে জিএফের সাথে পার্কে যান তিনি। জিএফের বায়না পান্তাভাত খাবে। তবে ইলিশ নয় ভর্তা দিয়ে। ঝাল জিনিস টিপু ভাই কম খেলেও মিষ্টি জিএফের সাথে তাই তার খেতে হলো। তবে এক প্লেট নয়, দেড় প্লেট। জিএফ তার পান্তাভাত নিয়েছিল সেলফি তোলার জন্য। অল্প কিছু পান্তাভাত খেয়ে সাথে ভালো কিছু সেলফি নিয়ে বাকি ভাত টিপু ভাইকে খাওয়ায় সে। মনমতো সেলফি এলে পান্তাভাতের মিশন শেষ করে দেয় তার আদরের জিএফ। জোর করে হলেও জিএফের আবদারে সকাল সকাল এতগুলো পান্তাভাত আর ঝাল ঝাল ভর্তা খেয়ে মোটামুটি বালিশ পেট নিয়ে উঠতে হয় টিপু ভাইকে। এরপর ঘোরাফেরা। প্রচণ্ড পেট ব্যথা থাকলেও একমাত্র প্রেমিকার সাথে সাথে ঘুরতে হয় তাকে। শুধু তাই নয়, জিএফের সাথে সেলফি পার্টে অংশ নিতেও হয়েছিল। তার জিএফ ছিল সেলফি এক্সপার্ট। তাই ছবি ফ্রেশ আসার জন্য সূর্যের বিপরীতে মুখ করে করে এক একটি সেলফি খিচতেছিল। যদিও টিপু ভাইয়ের জিএফের চোখে কালো সানগ্লাস ছিল, কিন্তু টিপু ভাইয়ের কোনো গ্লাস ছিল না। তাই সূর্যের দিকে তাকাতে তাকাতে অবস্থা তখন আরো ৫০% খারাপ হয়। বাকি অবস্থা খারাপ হয় দুপুরের দিকে যখন বৈশাখী মেলায় প্রবেশ করেন। টিপু ভাইয়ের আদরের প্রেমিকা এমন কোনো খাবারের আইটেম নেই যে চেক করেনি। তবে উদ্দেশ্য স্বাদ গ্রহণ নয়, সেলফি পোজ নেয়া। তবে ফ্রিতে করেনি, সব আইটেম অল্প অল্প কিনেই করেছে, যার টাকা পে করেছেন টিপু ভাই। এত এত আইটেম জিএফের সাথে টিপু ভাইও টেস্ট করেন, যা পান্তাভাতের সাথে মিক্স হয়ে পেটে ভালোই গুড গুড করা শুরু করে।
বিকেল হতে হতে কোনোভাবে জিএফ-কে বুঝিয়ে সেদিনের মতো বাসায় ফেরেন। যদিও জিএফকে নামিয়ে তার হেঁটে ফিরতে হয়, কারণ মানিব্যাগের টাকা সব শেষ। যা আছে মাসের বাকি ১৬ দিন টেনে টেনে চলতে হবে।
এরপর তো টয়লেট তার সঙ্গী।
কিছুক্ষণ পর পর রুমে আসছেন, জিএফ ছবি পাঠাচ্ছে তা দেখে রিভিউ দিচ্ছেন। এরপর আবার টয়লেটে হাজিরা দিতে যাচ্ছেন।