বৈশাখী বাজেট
- শফিকুল ইসলাম শফিক
- ১১ এপ্রিল ২০১৯, ০০:০০
চাকরি করি গতর খেটে বেতন হাজার বিশেক পাই
ছেলেমেয়ে বিবি বলে বৈশাখীতে কাপড় চাই।
সবার দাবি হাজার পাঁচেক না হই শুনে হতবাক
ভাবি বসে এবার মেলা ভালোয় ভালোয় কেটে যাক।
মেয়ের জামা কিনে দিলাম মাথা ঘোরে শুনে দাম
হাজার দুয়েক বেশি লাগে ভুলেই গেছি বাপের নাম।
ছেলের জামা কিনে দিলাম মেয়ের মতো জেদি খুব
হাজার দুয়েক বেশি লাগে সর্বনাশে দিলাম ডুব।
বউয়ের শাড়ি কিনতে গিয়ে এক্কেবারে হারাই হুঁশ
সবার দাবি শুনে ভাবি দমটা বুঝি হবে ঠুস।
হাজার ছয়েক টাকা আছে দামটা শাড়ির হাজার সাত
একটা হাজার কোথায় পাবো একটা দিলাম অজুহাত।
দোকানদার ভাই দিচ্ছি নগদ একটা হাজার পরে নিন
একই কথা ধরছে ভূতে জলদি শাড়ি ফেরত দিন।
মুখটা বুজে ফেরত দিলাম তর্ক করা উচিত নয়
আরেক দোকান থেকে কিনি দামটা শাড়ির হাজার ছয়।
আমার বাজেট শূন্য এবার বউকে কিছু বলার নাই
অমনি ও সে রেগে আগুন মেলার খুশি পুড়ে ছাই।
আমার কিছু হয়নি কেনা তবু যেন আমার দোষ
আসার ভাড়া নেই পকেটে যত দোষ-ই নন্দ ঘোষ।