২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আগুন

-

চকবাজারে জ্বলল আগুন
জ্বলল আগুন বনানী
গুলশানেতেও জ্বলল আগুন
এরপরে কই ক নানী?

এমন করে জ্বললে আগুন
কিছুই বাকি রবে না
কাফনমোড়া অশ্রু আমার
গড়িয়ে শেষ হবে না।

শেষ না হতে পোড়া গন্ধ
শোকের মাতম বাতাসে,
বাঁচার আশায় প্রাণের পাখি
উড়তে যে চায় আকাশে।

নিয়মনীতির তোয়াক্কা নেই
উঠছে দালান উঁচুতে
ঝুঁকি নিয়ে তাই বসবাস
উপর কি বা নিচুতে।

কোথায় কখন আগুন লাগে
বলা তো দায় জানি তা
সবাই বুঝি আইনকানুন
ক’জন বলো মানি তা?

ফায়ার ইস্টিশনের শক্তি
হবে আরো বাড়াতে
একটি জীবন অবহেলায়
চাই না কভু হারাতে।


আরো সংবাদ



premium cement