২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আত্মা

-

- ভালো আছো দাদা? অনেকদিন পরে তোমাকে দেখতে পেয়ে খুব ভালো লাগল।
ঝাক্কাসদা কিছু বলল না। চোখে মুখে গম্ভীর ভাব নিয়ে তাকিয়ে রইল আমার দিকে। আমার মনের ভেতর খটকা লাগল। এই মানুষটা সচরাচর এমন ভাব ধরে থাকে না।
- কী ব্যাপার দাদা টেনশনে আছো?
- হ্যাঁরে। আমি ভাবছি বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়িওয়ালা সায়েন্স সাবজেক্টটা পড়ানো হয় না কেনো!
ঝাক্কাসদার এমন দুর্বিষহ মুহূর্তে আমি না হেসে থাকতে পারলাম না। হেসে হেসে জিজ্ঞেস করলাম, বাড়িওয়ালা সায়েন্স পড়াটা কেন জরুরি?
- এই সম্প্রদায়ের লোকজন কী যে প্যারাদায়ক হয় তা শেখা এবং গবেষণা করা অত্যন্ত জরুরি।
- তোমাকে প্যারা দিচ্ছে?
- হ্যাঁরে নতুন বাসার বাড়িওয়ালার যন্ত্রণায় আমি অতিষ্ঠ। প্রতিদিন তার নতুন রূপ দেখি। আজ যদি বাড়িওয়ালা সায়েন্সে পড়াশোনা থাকত তাহলে আমি তাকে শক্তপোক্তভাবে মোকাবেলা করতে পারতাম।
- আহারে জীবন! তা তুমি বাসা ভাড়া নিছো কই?
- তাজমহলে।
আমিতো ভীষণ চমকে গেলাম। এক বস্তা বিস্ময় নিয়ে তাকে জিজ্ঞেস করলাম, তাজমহল মানে কী? ভারতে?
ঝাক্কাসদা অবজ্ঞার সুরে জবাব দিলেন, তাজমহল কী শুধু ভারতেই আছে! আমাদের দেশে নাই নাকি?
- কোথায় আছে?
- মিরপুরেই আছে। মতি মিয়া বাড়ি বানিয়ে তার নাম দিয়েছে তাজমহল।
- এইবার বুঝছি দাদা মতি মিয়া তোমারে এত প্যারা দেয় কেন!
- বুঝলে আমাকেও একটু বুঝায় বল।
- তার উপর তো আত্মা ভর করছে। সেই আত্মা তোমাকে প্যারা দেয়।
- কবিরাজির ডিগ্রি নিয়েছিস?
- আজীব তো এই সাধারণ জিনিস বুঝতে কবিরাজ হওয়া লাগে না। ব্যাপারটা খুবই সোজা!
তাজমহল প্রথম বানাইছিল কে! সম্রাট শাহজাহান। বানাইছিল তার প্রেমিকার জন্য। এখন যদি কেউ তার এত বড় শিল্পের কপি-পেস্ট করে! তার প্রেমিকার সম্পদ নিয়ে টানাটানি করে। তুমি কী মনে করো সম্রাট শাহজাহানের আত্মা তাকে এমনি-এমনি ছেড়ে দেবে?


আরো সংবাদ



premium cement