নারী
- সোহেল রানা
- ২১ মার্চ ২০১৯, ০০:০০
এক নারীতে জন্ম আমার সেই নারীতে বড়
যতেœ তিনি জীব বানালেন ছিলাম জড়োসড়ো।
সকাল থেকে সকাল তিনি আগলে রাখেন বুকে-
দিবারাতি দেন কাটিয়ে ঠিকই পরমসুখে।
সেই নারীরই পাশাপাশি কয়েক নারী আরো
দাদী-নানী-বোন মিলে হয় সুখেরই সংসারও
তাদের মায়া মমতাতে সুখের পরশ মেলে-
মনটা হারায় মনের মতো নারীর দেখা পেলে।
বিয়ের পরে আরেক নারী সঙ্গী হয়ে এসে
করে আপন সুখে দুঃখে বড়ই ভালোবেসে।
হয়তো মাঝে করেন ঠিকই মান অভিমান তিনি-
এই অধিকার আছে তারই বাসেন ভালো যিনি।
কদিন পরে আসে ঘরে ফুটফুটে এক মেয়ে
পরিবারের সবাই খুশি তাকে কাছে পেয়ে
বড় হয়ে ডাক দিলো যেই বাবা মধুর সুরে-
মন থাকে না শরীরে আর হারায় অচিনপুরে।
জন্ম থেকে শুরু করে মৃত্যু হওয়ার আগে
পদেপদে সব পুরুষের নারীর ছোঁয়া লাগে।
তাইতো জীবন মধুর ভাবে ভাবতে সবে পারি-
দুঃখে ভরা জীবনে সুখ আনতে পারে নারী।