সোহেল রানার দু’টি ছড়া
- ০৭ মার্চ ২০১৯, ০০:০০
শুভেচ্ছা
বইমেলাটা শুরুর আগে
ভাই-ব্রাদার ও প্রিয়জনে
আসবে কি না বই জানে তা
প্রকাশ্যে ও সঙ্গোপনে।
ফেসবুকেও খোঁজ রাখে ঠিক
প্রবাসী ও দেশ-বিদেশী
নিজের চেয়েও বই নিয়ে কেউ
আগ্রহটা দেখান বেশি।
মন ভরে যায় তাদের কথায়
সঙ্গে চলে কলম ভালো
বইমেলা যেই সন্নিকটে
জানি না সব কই পালাল!
মেলার শুরু, শেষও হলো
কিন্তু দেখি অবশেষে
বই কেনা তো দূরের কথাÑ
শুভেচ্ছাও দেয় না এসে!
মেকআপ সুন্দরী
পাশের বাড়ির ময়নাটাকে
এইতো সেদিন বিকেল বেলা
দেখতে পেলাম ছাদের ওপর
খেলছি যখন ক্রিকেট খেলা।
রূপ দেখে তার বোল্ড হয়েছি
রান করিনি সেদিন মোটে
তার চেহারা ঘুরছে মাথায়
জানি না কী ভাগ্যে জোটে।
এক দেখাতে মন ভরেনি
তাইতো ঘুরি ডানে বামে
বলতে তাকে ভালোবাসি
বুক কাঁপে আর শরীর ঘামে।
কিন্তু হঠাৎ এক খবরেই
পড়ছি আমি ভীষণ জ্বরে
সুন্দরী নয় মোটেও সে তাইÑ
সকাল বিকাল মেকআপ করে।