২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দৃষ্টিভঙ্গির ভিন্নতা

-

অপরিচিত এক মেয়ে এসে আপনার পাশের সিটটি দেখিয়ে বলল, ভাইয়া বসতে পারি? এ প্রশ্নের বিভিন্ন ধরনের উত্তরে মেয়েটির মধ্যে ঠিক কেমন দৃষ্টিভঙ্গি কাজ করতে পারে সেটিই দেখা যাক।

নেগেটিভ দৃষ্টিভঙ্গি

১. যদি আপনি হ্যাঁ বলেন তাহলে মেয়েটির দৃষ্টিভঙ্গি
Ñ এ লোকটা মেয়েঘেঁষা টাইপের। বললেই যেকোনো মেয়েকে পাশে বসতে দেয়।

২. যদি না বলেন তাহলে তার দৃষ্টিভঙ্গি
Ñ হিংসুক আর সুবিধাবাদী ছেলে একটা। নিজে বসতে পেরেই পরিতৃপ্ত।

৩. যদি চুপ থাকেন তাহলে তার দৃষ্টিভঙ্গি
Ñ খুবই অহঙ্কারী আর অসামাজিক ছেলে। একজন একটা বিষয়ে প্রশ্ন করলে জবাব দিতে হয় এই কমন সেন্সটাও নেই।

৪. সিদ্ধান্ত মেয়েটির হাতে ছেড়ে দিয়ে যদি বলেন, ‘সেটা আপনার ইচ্ছা’ তাহলে তার দৃষ্টিভঙ্গি
Ñ ঢং,নিজেকে সাধু ভাবে। আরে তোকে জিজ্ঞাসা করেছি তুই জবাব দে। কার ইচ্ছা সেটা জানতে চাইছি?

পজিটিভ দৃষ্টিভঙ্গি

১. উত্তর হ্যাঁ হওয়ার পর তার দৃষ্টিভঙ্গি
Ñ ভদ্র ছেলে, কোনো ভনিতা নেই। বসতে চাইলাম সরাসরি হ্যাঁ বলে দিলো।

২. উত্তর না হওয়ার পর দৃষ্টিভঙ্গি
Ñ স্পষ্টভাষী ছেলে। তা ছাড়া কোনো সমস্যাও থাকতে পারে। হতে পারে ছেলেটির কোনো গার্লফ্রেন্ড অথবা আত্মীয় আশপাশে আছে।

৩. চুপ থাকলে
Ñ ছেলেটা লাজুক হতে পারে। তা ছাড়া অপরিচিত এক মেয়ে যেচে কথা বলতে এসেছে এটা তাকে এক ধরনের দ্বন্দ্বে ফেলে দিতে পারে।

৪. সিদ্ধান্ত তার হাতে ছেড়ে দিলে দৃষ্টিভঙ্গি
Ñ পজিটিভ মাইন্ডের ছেলে। সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার মানসিকতা নেই।

 


আরো সংবাদ



premium cement
অটোরিকশা চলবে : হাইকোর্টের আদেশে স্থিতাবস্থা অযৌক্তিক কারণে নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিরোধ করা হবে : সারজিস মোরেলগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার টেকনাফ সৈকতে নিখোঁজ : ১৫ ঘণ্টা পর ২ শিশু লাশ উদ্ধার জাবিতে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী নিহত : চালক আটক মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর : আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন পাকিস্তানে ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ ৪ দিনের সফরে বাংলাদেশে আইসিসির প্রধান কৌঁসুলি ২০২৩ সালে গড়ে দিনে ১৪০ নারী সঙ্গী-আত্মীয়ের হাতে নিহত : জাতিসঙ্ঘ গুম কমিশনের সুপারিশে নিরাপত্তা বাহিনীর কেউ বরখাস্ত হয়নি : প্রেস উইং পাকিস্তানে শিয়া-সুন্নি সহিংসতায় ৮০ জনের বেশি নিহত

সকল