২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দৃষ্টিভঙ্গির ভিন্নতা

-

অপরিচিত এক মেয়ে এসে আপনার পাশের সিটটি দেখিয়ে বলল, ভাইয়া বসতে পারি? এ প্রশ্নের বিভিন্ন ধরনের উত্তরে মেয়েটির মধ্যে ঠিক কেমন দৃষ্টিভঙ্গি কাজ করতে পারে সেটিই দেখা যাক।

নেগেটিভ দৃষ্টিভঙ্গি

১. যদি আপনি হ্যাঁ বলেন তাহলে মেয়েটির দৃষ্টিভঙ্গি
Ñ এ লোকটা মেয়েঘেঁষা টাইপের। বললেই যেকোনো মেয়েকে পাশে বসতে দেয়।

২. যদি না বলেন তাহলে তার দৃষ্টিভঙ্গি
Ñ হিংসুক আর সুবিধাবাদী ছেলে একটা। নিজে বসতে পেরেই পরিতৃপ্ত।

৩. যদি চুপ থাকেন তাহলে তার দৃষ্টিভঙ্গি
Ñ খুবই অহঙ্কারী আর অসামাজিক ছেলে। একজন একটা বিষয়ে প্রশ্ন করলে জবাব দিতে হয় এই কমন সেন্সটাও নেই।

৪. সিদ্ধান্ত মেয়েটির হাতে ছেড়ে দিয়ে যদি বলেন, ‘সেটা আপনার ইচ্ছা’ তাহলে তার দৃষ্টিভঙ্গি
Ñ ঢং,নিজেকে সাধু ভাবে। আরে তোকে জিজ্ঞাসা করেছি তুই জবাব দে। কার ইচ্ছা সেটা জানতে চাইছি?

পজিটিভ দৃষ্টিভঙ্গি

১. উত্তর হ্যাঁ হওয়ার পর তার দৃষ্টিভঙ্গি
Ñ ভদ্র ছেলে, কোনো ভনিতা নেই। বসতে চাইলাম সরাসরি হ্যাঁ বলে দিলো।

২. উত্তর না হওয়ার পর দৃষ্টিভঙ্গি
Ñ স্পষ্টভাষী ছেলে। তা ছাড়া কোনো সমস্যাও থাকতে পারে। হতে পারে ছেলেটির কোনো গার্লফ্রেন্ড অথবা আত্মীয় আশপাশে আছে।

৩. চুপ থাকলে
Ñ ছেলেটা লাজুক হতে পারে। তা ছাড়া অপরিচিত এক মেয়ে যেচে কথা বলতে এসেছে এটা তাকে এক ধরনের দ্বন্দ্বে ফেলে দিতে পারে।

৪. সিদ্ধান্ত তার হাতে ছেড়ে দিলে দৃষ্টিভঙ্গি
Ñ পজিটিভ মাইন্ডের ছেলে। সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার মানসিকতা নেই।

 


আরো সংবাদ



premium cement