ফান টু
- মাহবুব নাহিদ
- ১৮ অক্টোবর ২০১৮, ০০:০০
ফেসবুক বায়ো
ষ যে মেয়ের বয়ফ্রেন্ডের চেয়ে জাস্টফ্রেন্ড বেশি তার বায়োতে লেখা থাকে আমি সিঙ্গেল।
ষ যে মেয়ে তেলাপোকা দেখলে সিলিংয়ে ওঠে তারও বায়োতে লেখা থাকে আমি ডেয়ারিং।
ষ যে কথা বলা শুরু করলে স্টপ বাটন কাজ করে না সেও বায়োতে লিখে রাখে আমি কম কথা বলি।
ষ যে বোমা মারলেও একটা কথা বলে না সেও বায়োতে বলবে আমি বাচাল।
ষ যে বাথরুমে গান গাইলেও কুকুর জড়ো হয় সেও বায়োতে লিখে রাখছে আমি সিঙ্গার।
ষ কাদায় বল পড়লে তুলতে হবে বলে যাকে খেলতে নেয়া হয় সেও বায়োতে লিখে রাখে ভবিষ্যৎ শচীন।
ষ ইভটিজিংয়ে নোবেল দেয়া হলে পেয়ে যাবে এমন লোকও বায়োতে লিখে রাখে নারীদের অধিকারের কথা ভাবে।
ষ বাঁদরামোতে জাতীয় পুরস্কারপ্রাপ্ত তারপরও বায়োতে লেখা গুড গার্ল।
মেয়ের রূপ
একটা মেয়েকে যেভাবে বর্ণনা করা হয়েছে ঠিক তেমন যদি আসলেই থাকতÑ
পটোলচেরা চোখ : যারা পটোল ভাজি পছন্দ করে তারা কেউ একজন এসে সয়াবিন তেলে ভেজে খেয়ে ফেলত।
বাঁশির মতো নাক : স্বামী কিংবা বয়ফ্রেন্ড সুযোগ পেলেই প্যাঁ পোঁ করে বাজাত।
আপেলের মতো গাল : শিশুদের আশপাশে যাওয়ার সুযোগই থাকত না, সামনে এলেই কামড় বসিয়ে দিত।
মেঘের মতো চুল : মেঘ থেকে যেমন বৃষ্টি হয়, চুল থেকেও বৃষ্টি হতো সারা দিন।
মুক্তোর মতো দাঁত : রাতে ঘুমালে দাঁত চুরি হয়ে যেত শিওর।
পাপড়ির মতো ঠোঁট : ঘর সাজানো লাগলেই ঠোঁট কাটা লাগত।