ফুটবলীয় কিছু শব্দের ভুল ব্যাখ্যা
- মাহবুব নাহিদ
- ২৮ জুন ২০১৮, ০০:০০
অফ সাইড : অফ সাইড শুনতে তো মনে হয় একটা সাইড অফ হয়ে গেছে। কিন্তু প্লেয়ার যখন সাইডে চলে যায় তখনই অফ সাইড।
কিক অফ : কিক অফ মানে তো কিক করা বন্ধ হয়ে যাওয়া। কিন্তু ফুটবলে কিক অফ হলে খেলা শুরু হয়।
গোল কিক : গোল কিক মানে তো গোলে কিক হওয়া উচিত কিন্তু এখানে তো গোলপোস্টের বিপরীত দিকে কিক করা হয়!
ফ্রি কিক : ফ্রি কিক মানে হবে একদম স্বাধীন কিক; কিন্তু এ েেত্র এখানে সামনে খেলোয়াড় দাঁড়িয়ে যায়।
কর্নার : কর্নার তো শুধু কর্নার দিয়ে বল গেলেই হওয়া উচিত; কিন্তু গোল লাইনের যেকোনো জায়গা দিয়ে বল গেলেই কর্নার ধরা হয়।
ইনজুরি টাইম : ইনজুরি টাইম মানে তো সময় আঘাত পাওয়া সময়ের কথা। কিন্তু তা তো হয় না।
প্লে অফ : প্লে অফ মানে তো খেলা বন্ধ হওয়া উচিত; কিন্তু এ েেত্র আরেকটা ম্যাচ খেলার সুযোগ আসে।