২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

এক বেকারের গল্প

-

এক বেকারের গল্প বলি শুনতে যদি চান
মনটা দিয়ে আমার দিকে দিন পেতে দুই কান
তার ছিল না কোটা কোনো কিংবা মামার ফোন
চাকরি দেবে এমন ভালো কোনো আপনজন।

ঘুরলো শহর অফিস পাড়ায় চাকরি যদি পায়
সবখানেতে একই কথা পদটি খালি নাই
এমনিভাবে বাড়ল বয়স তিরিশ হলো পার
চাকরি নেবে সরকারি আর সুযোগটা নাই তার।

একদিন এক সন্ধ্যে বেলায় ফিরবে বাড়ি যেই
করবে কী আর? মোটেও সেদিন মনটা ভালো নেই
উঠবে বাসে কিন্তু মাথা ঘুরলো জোরে তার-
চাকরি ছাড়াই জীবন গেল ঘুচলো না বেকার।


আরো সংবাদ



premium cement